শহরের রাস্তা দিয়ে হাঁটার ১০টি নিয়ম, যা মেনে না চললে আপনি অবশ্যই বাংলাদেশে থাকেন না

১৫৯৯ পঠিত ... ১৮:৪৫, সেপ্টেম্বর ২১, ২০২২

Rastay-hatar-niom

আমাদের গোটা জীবনটাই হচ্ছে নিয়মে বাঁধানো। এই নিয়মমাফিক জীবনে হাঁটা-চলাও হয় নিয়ম মেনেই। আসুন জেনে নিই বাংলাদেশ এর রাস্তায় হাঁটার এই ১০ নিয়ম কী কী।

 

১#

আপনার থুথু, পানের পিক ফেলার একমাত্র স্থান হচ্ছে রাস্তার পাশের দেয়াল। সুন্দর সাদা দেয়াল দেখা মাত্রই তার ব্যবহার করতে ভুলবেন না যেন।

 

২#

সময় অপচয় করে টয়লেট ইউজ না করে, ফাঁকা স্থান পাওয়া মাত্রই প্যান্টের জিপার খুলে বসে পড়ুন।

 

৩#

কোক, পেপসি, চিপস, চানাচুরের প্যাকেট ডাস্টবিনে ফেলে, নিজের হাতের নিশানা পরীক্ষা করার সুযোগ হারাবেন না। এদিক ওদিক ছুঁড়ে ফেলুন, পারলে মানুষের বাসার বাউন্ডারির ভিতরে ফেলুন।

 

৪#

রাস্তা পারাপারের সময় মনে রাখবেন আপনিই একজন ট্রাফিক পুলিশ। হাত দিয়ে ইশারা করে সব গাড়ি থামিয়ে দেবেন।

 

৫#

ফুটপাথ দেয়া হয়েছে আসলে সুন্দরের জন্য, তাই ফুটপাথ ব্যবহার করার কোনো মানে হয় না। আপনি গাড়ির সাথে টেক্কা দিয়ে রাস্তার মাঝখান দিয়েই হাঁটবেন।

 

৬#

লাফ দিয়ে গাছের ফুল, পাতা ছিঁড়ে হাতে নিয়ে আসুন। গাছ থেকে আপনার হাতেই বেশি সুন্দর দেখাবে এই জিনিসগুলো।

 

৭#

রাস্তার মাঝখানে গিয়ে উদাস হয়ে ফোনে কথা বলুন। ফোনে কথা বলার মত কেউ না থাকলে আকাশের দিকে তাকিয়ে থাকুন।

 

৮#

হাঁটতে হাঁটতে কোথাও রাস্তা খোড়া হচ্ছে দেখলে সেখানে যান। কিছুক্ষণ দাঁড়ান। আরও কিছু মানুষকে ডাকুন। সবাই মিলে কোনদিক দিয়ে খুঁড়বে সে বিষয়ে কিছু দিক-নির্দেশনাও দিতে পারেন।

 

৯#

পরিচিত কারও সাথে দেখা হলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হ্যান্ডশেক করুন, কোলাকুলি করুন। একটু মত বিনিময়ও করতে পারেন।

 

১০#

পাশ দিয়ে বাদামওয়ালাদের হেঁটে যেতে দেখলে ওদের ঝুড়ি থেকে একটা বাদাম নিয়ে নিন। সামনে গিয়ে আরেকজন পেলে ওর কাছ থেকে একটা নিন। হাঁটতে পুষ্টির দরকার আছে!

১৫৯৯ পঠিত ... ১৮:৪৫, সেপ্টেম্বর ২১, ২০২২

Top