সময় এখন গ্রীষ্মকাল শেষে বর্ষাকাল। কিন্তু বর্ষার কোনো খবর নাই। এদিকে আম-জামের সাথে সাথে মানুষও গরমে পেকে যাওয়ার মতো অবস্থা। কিন্তু দেশ ও দশের কথা চিন্তা করে eআরকি এটা হতে দিতে পারে না। আপনাদের পাশে আছি আমরা। বাতলে দিচ্ছি মাথা ঠাণ্ডা রাখার উপায়।
বিটিভির খবর: এর চেয়ে শান্তি আর কোথাও পাবেন না। রোদ-বৃষ্টি-ঝড় যাই হোক না, এটি 'চির শীতের' চ্যানেল। সবসময় ঠাণ্ডা। বিটিভির খবর দেখুন, মাথা ঠাণ্ডা রাখুন।
তেলবাজ: বিশেষ করে এই ঋতুতে ঠাণ্ডা থাকার জন্য এদের চেয়ে ভালো মানুষ আর পাবেন না। তেল দিতে দিতে কখন যে তেলের আইস্ক্রিমে আপনাকে ঠাণ্ডা করে ফেলবে বুঝতেই পারবেন না!
জ্যোতিষী: জ্যোতিষীর কাছে যেতে পারেন। আপনার ভবিষ্যৎ এনার্জি লাইটের মতো ফকফকা উজ্জ্বল শুনে এমনিতেই ঠাণ্ডা হয়ে যাবেন।
ইউটিউবে অস্থির নাচ-গান: ইউটিউবে কিছু নাচ-গান দেখলে হতাশায় রাগে ক্ষোভে মাথার চুল দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু অতি শোকে পাথর হয়ে আপনার মাথা এতটাই ঠাণ্ডা হয়ে যাবে যে মাথায় চুল আছে, সেটাই ভুলে যাবেন!
মেয়েদের স্ট্যাটাসের কমেন্ট: মেয়ে সাধারণ একটা স্ট্যাটাস দেয়। এরপর ছেলেরা কমেন্ট করে নিজেরাই কথা বলে শুরু করে দেয়। কত্ত কিউট কিউট কমেন্ট। এসব দেখলে মাথাসহ পুরো শরীর ঠাণ্ডা হয়ে যায়!
পুকুরে ডুবে থাকা: এটা সবার জন্য প্রযোজ্য নহে। হুমায়ূন ফ্যানদের জন্য প্রযোজ্য। পুকুরে বুক পরিমাণ পানিতে শরীর ডুবিয়ে রাখুন। শুধু মাথাটা থাকবে পানির উপরে।
শীতকালের জন্য অপেক্ষা: তবুও আপনার গরম লাগে? ভাই, আপনার খুব কারেন্ট! আপনি শীতকালের জন্য অপেক্ষা করুন! ধন্যবাদ!!