আমি বলছি না ভালোবাসতেই হবে

৮৩৩ পঠিত ... ১৬:৪৬, জুন ২৫, ২০২২

Ami-bolchina-valobastei-hobe

জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ লিখেছিলেন এই অসাধারণ কবিতা। 'আমি বলছি না ভালোবাসতেই হবে'। কবিতার প্রথম কয়েকটি লাইন এরকম:

 

আমি বলছি না ভালোবাসতেই

হবে, আমি চাই

কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,

শুধু ঘরের ভেতর থেকে দরোজা

খুলে দেবার জন্য ।

বাইরে থেকে দরোজা খুলতে

খুলতে আমি এখন ক্লান্ত ।

 

আসুন, দেখা যাক অন্যদের দৃষ্টিতে কবিতাটি কেমন হতে পারে!

 

লাইক সিকার:

আমি বলছি না স্ট্যাটাস পড়তেই হবে, আমি চাই

কেউ একজন আমার জন্য অটোলাইক দিক,

ইনবক্সে 'ভাল লাগলে লাইক প্লিজ' বলতে বলতে আমি এখন ক্লান্ত।

 

ঘুষখোর কর্মকর্তা:

আমি বলছি না ঘুষ দিতেই হবে, আমি চাই

কেউ একজন টেবিলের নিচ দিয়ে হাতে থাকা প্যাকেটটা বাড়িয়ে দিক,

উপর দিয়ে ঘুষ নিতে নিতে আমি এখন ক্লান্ত।

 

ব্যাচেলরদের জিন্স প্যান্ট:

আমি বলছি না ধুতেই হবে, আমি চাই

কেউ একজন আমাকে বালতিতে ভিজিয়ে রাখুক,

ময়লা হতে হতে আমি এখন ক্লান্ত।

 

ফাঁকিবাজ ছাত্র:

আমি বলছি না পাশ করাতেই হবে, আমি চাই

কেউ একজন আমার জন্য খাতাটা খুলে রাখুক,

ফেল করতে করতে আমি এখন ক্লান্ত।

 

নব্য ইউটিউবার:

আমি বলছি না আমাদের চ্যানেল দেখতেই হবে, আমি চাই

কেউ একজন চ্যানেলটা সাবস্ক্রাইব করুক,

'সাবস্ক্রাইব ইফ ইউ লাইক' বলতে বলতে আমি এখন ক্লান্ত।

 

কোচিং সেন্টারের মালিক:

আমি বলছি না আমাদের কোচিংয়ে ভর্তি হতেই হবে, আমি চাই

কেউ একজন এসে ভর্তি ফরমটা পূরণ করুক,

'আমাদের কোচিং বেস্ট' বলতে বলতে আমি এখন ক্লান্ত।

 

ভোট প্রার্থী:

আমি বলছি না ভোটটা আমাকেই দিতে হবে, আমি চাই

কেউ একজন আমার হয়ে ব্যালট পেপারে সিল মারুক,

নিজের সিল নিজে মারতে মারতে আমি এখন ক্লান্ত।

 

বর্ষায় রোমান্টিক কবি:

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই

কেউ একজন আমাকে ছাতা কেনার টাকা দিক।

বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি এখন জ্বরাক্রান্ত।

 

ওয়েডিং প্ল্যানার:

আমি বলছি না বিয়ে করতেই হবে, আমি চাই

সবার কাছের আসার একটা জমজমাট কাহিনি থাকুক।

বর-কনের জন্য নিত্যনতুন কাছের আসার গল্প বানাতে বানাতে আজ আমি ক্লান্ত।

 

স্ট্যান্ডআপ কমেডিয়ান:

আমি বলছি না হাসতেই হবে, আমি চাই

কেউ একজন মিছেমিছি হাত তালি দিক।

নিজে জোকস বলে নিজেই হাসতে হাসতে আজ আমি ক্লান্ত।

 

ফুড ব্লগার:

আমি বলছি না রেস্টুরেন্টে খাওয়াতেই হবে, আমি চাই

কেউ একজন এসে ফ্রিতে ফুড রিভিউ করতে বলুক।

হুদাই 'ইয়ামি', 'গ্রেভি' বলতে বলতে আজ আমি ক্লান্ত।

 

বাস স্টাফ:

আমি বলছি না আমাদের বাসে উঠতেই হবে, আমি চাই

হাজার হাজার মানুষ বাদুর ঝোলা হয়ে আমার বাসে দাঁড়িয়ে থাকুক।

'সিট খালি' বলে চিল্লাতে চিল্লাতে আজ আমি ক্লান্ত।

৮৩৩ পঠিত ... ১৬:৪৬, জুন ২৫, ২০২২

Top