বৃহস্পতিবার রাত নিয়ে মনিষীদের বাণী

২৩৭০ পঠিত ... ১৮:০৪, জানুয়ারি ২০, ২০২২

Bisshudbar-night-bani

মহান বৃহস্পতিবার রাত নিয়ে আমাদের ফ্যান্টাসির শেষ নেই। কেমন হতো এমন ফ্যান্টাসি যদি বিখ্যাত সব মনিষীদেরও থাকতো (নাকি ছিলো)? বৃহস্পতিবার নিয়ে কী ভাবতেন তারা? কোন বাণী কি দিতেন? কেমন হতো সেসব বাণী? চলুন দেখে নেয়া যাক।  

 

১। পৃথিবীতে অনেক খারাপ রাত আছে কিন্তু একটিও খাবার বৃহস্পতিবার রাত নেই।

হুমায়ূন আহমেদ

২। রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, বৃহস্পতিবার রাত? সে তো অনন্ত যৌবনা।

ওমর খৈয়াম

৩। বৃহস্পতিবার রাতের আগে সবকিছুকেই অসম্ভব মনে হয়।

নেলসন মেন্ডেলা

৪। স্বপ্ন সেটা না যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তুমি না ঘুমিয়েও বৃহস্পতিবার রাতে দেখো।

এপিজে আবুল কালাম

৫। বৃহস্পতিবার রাতকে জানো।

সক্রেটিস

৬। আমাকে একটি পরিপূর্ণ বৃহস্পতিবার রাত দাও, আমি তোমাদের ফলপ্রসূ একটা আস্ত সপ্তাহ দেবো।

নেপোলিয়ান বোনাপোর্ট

৭। দুনিয়ার যাবতীয় বৈষয়িকতা ও যাবতীয় আকাঙ্খা থেকে মুক্তিই বৃহস্পতিবার রাত।

 গৌতম বুদ্ধ

৮। উইদাউট বৃহস্পতিবার রাত, লাইফ উড বি আ মিসটেইক।

 ফ্রেড্রিক নিৎসে

৯। আপনার ভাগ্যে যদি একটিও বৃহস্পতিবার রাত থাকে তাহলে বাকি দিন দুনিয়া ভুলে যান।

জিজেক

১০। শোক করো না, তুমি যাই হারাও না কেন বৃহস্পতিবারে রাতে তা ফিরে আসবে।

জালাল উদ্দিন রুমি

১১। থার্সডে-ফ্রাইডে ক্লোজ করে দেবো।

ডিপজল

 

২৩৭০ পঠিত ... ১৮:০৪, জানুয়ারি ২০, ২০২২

Top