ধর্ষণের দায় সরকার কীভাবে এড়াবে? ৫টি এক্সক্লুসিভ পদ্ধতি (এজন্য আমরা দায়ী নই)

১৭৩৫ পঠিত ... ১৭:১৬, অক্টোবর ০৬, ২০২০

দেশে চলমান ধর্ষণযজ্ঞে সড়ক ও যোগাযোগমন্ত্রী প্রশ্ন রেখেছেন, 'সরকার ক্ষমতায়, কী করে দায় এড়াবে?'

যদিও উত্তর দেয়ার চেষ্টায়ও তিনি করেছেন। উত্তরে, ধর্ষণ প্রতিরোধে সরকারের নানান পদক্ষেপ ও বিচার প্রক্রিয়ার কথা বলেছেন তিনি। যদিও এইসব পদক্ষেপ আর বিচার দৃশ্যমান না হওয়ায় তাতে কতটুকু দায় এড়ানো গেছে, আমাদের জানা নেই। সরকারের এমন বিপদে পাশে দাঁড়িয়েছে eআরকি। ধর্ষণের দায় এড়াতে সরকারকে দেখিয়ে দিচ্ছে দায় এড়ানোর ৫ টি অব্যর্থ পদ্ধতি। তবে এজন্য আমরা একেবারেই দায়ী নই, আগেই বলে দিচ্ছি কিন্তু!

 

১# প্রশ্ন রেখে যাওয়া পদ্ধতি

সরকার দায় এড়াবে না। বরং সরকার প্রশ্ন রেখে যাবে, এ দায় কার? কে নেবে এই দায়? আবার সরকারের আরেক পক্ষ বলবে দায়ী যেই হোক তাকে শাসিত আওতায় আনা হবে। কিন্তু দায় আসলে কার, তা সবসময় প্রশ্ন হিসেবেই থেকে যাবে। 

 

২# সিক্সটি নাইন পদ্ধতি

সরকার দায় এড়াতে যাবে কেন! দায়-কেই বাধ্য করা হবে সরকারকে এড়িয়ে যেতে।

 

৩# চিরকুট পদ্ধতি

একটা চিরকুটে 'দায়' লিখে, তা কোন এক কোনায় ফেলে রেখে তার দিকে না তাকালেই দায় এড়ানো হয়ে গেলো।

 

৪# বিচার মানি তালগাছ আমার পদ্ধতি

সরকার বলে দিলেই হয়, আমরা দায় এড়িয়ে গেলাম! কার বাপের কী!

 

৫# দশে মিলে করি কাজ পদ্ধতি

সরকার বলে দিতে পারে, 'এ দায় আমাদের একার না, এই দায় আসলে আমাদের সবার, গোটা সমাজের!' তাইলে কাঁধে ভর কম পড়বে। এবং সুযোগ বুঝে পুরো দায়ই অন্যদের কাঁধে চাপিয়ে দেয়া যাবে।

 

তবে বেস্ট পদ্ধতি বাতলেছেন আমাদের প্রিয় বিএনপি বিষয়ক মন্ত্রী, এই যে... 

১৭৩৫ পঠিত ... ১৭:১৬, অক্টোবর ০৬, ২০২০

Top