সারাবিশ্বে করোনার নিউজ শীর্ষে থাকলেও বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার নিউজের চাপে পত্রিকার অক্ষরগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। আর ব্রাহ্মণবাড়িয়া সংক্রান্ত নিউজের মাজেজা তো জানেনই...

নিয়মিত সংঘর্ষ আর 'সামাজিক দূরত্ব মেনে' লাঠালাঠি তো আছেই, আজ হাজারও মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ পড়ার কাহিনীর পর সবাই এখন বাকরুদ্ধ। এরপর আমরা আগামী দিনগুলোর জন্য মানসিক প্রস্তুতি নিতে ভাবতে বসেছিলাম সামনে আরও কত কি দেখতে হবে পত্রিকায়!

১# ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক যুবক লকডাউন অমান্য করে বাসার বাইরে বের হওয়ায় তার ওপর শতাধিক মানুষের একযোগে হামলা। যুবকের নাক কেটে সেই কাটা নাক হাতে নিয়ে বিজয় মিছিল।
২# ব্রাহ্মণবাড়িয়ায় এই করোনার সময়ে জনসমাগম করার ক্ষতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। লকডাউন ভেঙ্গে সভায় জড়ো কয়েক হাজার মানুষ। আলোচনা কি মাস্ক পরে করা উচিত নাকি ছাড়া এই নিয়ে সংঘর্ষে আহত ৫০।
৩# নবীনগরে হাত ধোয়া নাকি মাস্ক পরা কোনটা বেশি জরুরি সেই তর্ককে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে তুমুল মারামারি। আহত কুড়ি।
৪# ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি বন্ধ করতে গ্যাঞ্জামরত এক দলের ওপর আরেক দলের হামলা। মৃত তিন।
৫# ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাতে ফ্যান অফ করাকে কেন্দ্র করে প্রথমে স্বামী স্ত্রীর গ্যাঞ্জাম। পরে দুই গ্রামবাসী দুই পক্ষ হয়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাপিয়ে পড়লে কারেন্ট চলে যাওয়ায় সবার ফ্যান অফ হয়ে যায়...
৬# ব্রাহ্মণবাড়িয়ায় জনসমাগম দেখতে আরো লোকের জনসমাগম। তাদের দেখতে আরো বহু লোকের জনসমাগম।
৭# সাবান দিয়ে হাত ধোয়া ভালো নাকি স্যানিটাইজার সেই নিয়ে তর্কে সংঘর্ষ, অতঃপর এলাকার সব সাবান পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
৮# ডালগোনা কফির ছবি নিয়ে টিটকারি করায় বাসার ছাদে তুমুল সংঘর্ষ, আহত ৫।
৯# সরাইলে কোনো কারণ ছাড়াই জনসমাগম। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলে পুলিশকে হামলা। তখন পুলিশের পক্ষ নিয়ে আরেকদল তাদেরকে হামলা করলে আঠারো জন আহত।
১০# ব্রাহ্মণবাড়িয়ায় কোনো কাজ না পেয়ে বোরিং সময় কাটাতে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই দলে ভাগ হয়ে মারামারি। আহত শতাধিক। নিহত দুই।

