শীতকালে পত্রিকায় যে ১০টি শিরোনাম দেখলে অবাক হবেন না

১৩০৪ পঠিত ... ২০:৩৬, জানুয়ারি ১১, ২০২০

চলছে তীব্র শীতের সো*ন! শীতের ইয়েতে দাঁড়াতে পারছে না কেউ। বছরের অন্যান্য সময়ের অনেক বাস্তবতাই শীতকালে বদলে যায়। এই ধরুন, হ্যান্ডশেক করাও যে একটা বিশাল বিপদ, সেটা শীতের সময় ছাড়া কি আপনি কখনো টের পাবেন? এই তীব্র শীতে কিন্তু বদলে যেতে পারে পত্রিকার খবরগুলোও। দেখুন নিচের ১০টি শিরোনাম, নিজেই ভাবুন এমন খবর শীঘ্রই দেখা লাগতে পারে কিনা!



১# মশাল মিছিল করতে গিয়ে আগুন পোহাতে শুরু করায় মিছিল ভণ্ডুল।

২# শৌচকর্মের জন্য গরম পানি সাপ্লাইয়ের ব্যবসা করে কোটিপতি উত্তরবঙ্গের ছোটন কাকু।

৩# নতুন মহামারি হ্যান্ডশেক ফোবিয়া; হ্যান্ডশেকের ভয়ে যুবসমাজ পকেট থেকে হাত বের করছেন না।

৪# তীব্র শীতের কারণে বাংলাদেশ ইউরোপের দেশগুলোর কাছে রোল মডেল : শীতমন্ত্রী

৫# গোসলের জন্য জোর করে বাথরুমে ঢুকিয়ে দেয়ায় বাথরুমের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।

৬# এই শীতে প্রতিদিন গোসল করা গফুরকে নাইট উপাধিতে ভূষিত করবেন রানী এলিজাবেথ।

৭# ঢাকায় তীব্র শীত; নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করতে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

৮# দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ; শীতের সকালে গোসলই মূল কারণ, জানালো টিআইবি।

৯# ঠান্ডা পানি খেয়ে আত্মহত্যা করার সময় দুই যুবক আটক। 

১০# প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের গায়ে ঠান্ডা পানি ছুড়ে মারলো তরুণী।

১৩০৪ পঠিত ... ২০:৩৬, জানুয়ারি ১১, ২০২০

Top