যে ১০টি লক্ষণ আপনার মধ্যে থাকলে বুঝবেন, আপনি একজন চিতই পিঠা

১৯৭৮ পঠিত ... ২০:১১, নভেম্বর ১৪, ২০১৯

শীত এলেই সোয়েটার-মাফলারের সঙ্গে আরও যে জিনিসের ধুম পড়ে, তা হলো শীতের পিঠা! নগরজীবনে অন্যান্য পিঠার সঙ্গে আমাদের কম দেখা হলেও চিতই পিঠার সঙ্গে দেখা-সাক্ষাৎ কমবেশি সবারই হয়। রাস্তার মোড়ে মোড়ে বসে নানান ভর্তায় সাজানো চিতই পিঠার দোকান। সে যাই হোক, আপনি কি একজন চিতই পিঠা? বুঝতে না পারলে, নিচের লক্ষণগুলো পড়ুন, সেগুলো যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনার ভাগ্য চিতই পিঠার মতোই!

 

১# আপনার চামড়ার রঙ যেমনই হোক, অন্তর একেবারে সাদা।

২# তরল অবস্থায় আপনিও যে পাত্রে থাকেন, সেই পাত্রের আকারই ধারণ করেন।

৩# আপনিও একা কোথাও যেতে পারেন না। যেখানেই যাবেন, দশ-বারোজন বন্ধু-বান্ধব থাকবে একেবারে ফাও।

৪# জীবনের নানা ঘাত-প্রতিঘাতে আপনার বুকটাও একেবারে চালুনীর মতো ঝাঁঝরা!

৫# জীবনটা আপনার পথেপথেই কাটে। এসি ঘেরা রেস্টুরেন্টে ঢোকার সুযোগ আপনার খুব একটা হয় না।

৬# সময়ে খুব হিট, সময় ফুরালে কেউ আপনার আর খবর নেয় না।

৭# আপনাকে সবাই কেবল বিকালের নাশতাতেই ঘরে ডাকে। দুপুরে, রাতে কিম্বা বিয়ের দাওয়াতে কেউ আপনার খবর নেয় না।

৮# আপনিও চিৎ হয়ে ঘুমাতে পছন্দ করেন, কাত হয়ে না।

৯# যতভাবেই স্লিম হবার চেষ্টা করেন না কেন, দেখতে আপনি শেষ পর্যন্ত গোলগালই।

১০# আশেপাশের সবকিছু শীত শীত হিম হিম থাকলেও, আপনার জীবনটা কাটে উত্তপ্ত তাওয়ার ওপর।

১৯৭৮ পঠিত ... ২০:১১, নভেম্বর ১৪, ২০১৯

Top