যে ১০টি মুহূর্তে নিশ্চিত হবেন, শীতকাল আসলেই চলে এসেছে

১২৯১ পঠিত ... ১৯:১৫, ডিসেম্বর ১৫, ২০২০

১# যখন ফেসবুকে আপনার কাছের বন্ধুর বিয়ে ছবি দেখে অবাক হয়ে যাবেন, আর মনে মনে ভাববেন, সে কী, কিচ্ছু টের পেলাম না, বুঝবেন শীতকাল চলে এসেছে৷

২# যখন কম্বলের চারপাশ ভালোভাবে আটকানোর পরেও কোন এক অদৃশ্য জায়গা থেকে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকে সোজা গিয়ে হাড় স্পর্শ করবে, বুঝবেন শীতকাল চলে এসেছে।

৩# যখন আলমারি, ওয়ারড্রোব খুঁজে খুঁজে তিন জোড়া মোজার একটা করে পাবেন, বুঝবেন শীতকাল এসে গেছে।

৪# যখন লেপের ভিতর থেকে একবার বাথরুমের দরজার দিকে তাকাবেন, আরেকবার টেবিলে রাখা পানির বোতলের দিকে, কিন্তু পানিও খাবেন না, বাথরুমেও যাবেন না, বুঝবেন শীতকাল এসে গেছে।

৫# হঠাৎ ঘুম ভেঙ্গে উঠে ঘড়িতে ছয়টা বাজা দেখে বুঝবেনই না যে এএম না পিএম, বুঝবেন, শীতকাল চলে এসেছে।

৬# একদিন, দুইদিন, তিনদিন করে যখন মনেই করতে পারবেন না যে সর্বশেষ কবে গোসল করেছিলেন, বুঝবেন শীতকাল এসে গেছে।

৭# যখন আপনি চোখের সামনে মাকে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা রাখতে দেখবেন, কিন্তু লেপের ভিতর থেকে হাত বের করতে হবে বলে আপনার খেতে ইচ্ছা করবে না, বুঝবেন শীতকাল এসে গেছে।

৮# যখন কম্বলের ভিতরে ঢুকে কোলবালিশ জড়ায়ে ধরতেই মনে হবে,আআআ কী ঠান্ডা, আর মনে হবে আপনি বড্ড একা, বুঝবেন শীতকাল এসে গেছে।

৯# যখন দীর্ঘদিন ধরে এক প্রোফাইল পিকচারে বিরক্ত হবার পরেও অলসতার কারণে ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করা হতে উঠবে না, বুঝবেন শীতকাল এসে গেছে।

১০# যখন শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্যথারা জানান দেবে যে তারা এসে গেছে, বুঝবেন, শীতকাল এসে গেছে।

১২৯১ পঠিত ... ১৯:১৫, ডিসেম্বর ১৫, ২০২০

Top