যে ১০টি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকলে আপনি আসলে একজন বাঙ্গি

১০০৯ পঠিত ... ২১:৩৭, জুলাই ০৪, ২০২০

বাঙ্গি! হাজারও সুস্বাদু ফলকে পেছনে ফেলে যে ফলটি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত! তবে যারা বাঙ্গি পছন্দ করেন, তারা নিশ্চয়ই সব সমালোচনাকে অগ্রাহ্য করে বাঙ্গিকে সুস্বাদুর তালিকাতেই রাখতে চাইবেন! সে যাই হোক, বাঙ্গি খেতে পছন্দ করুন আর নাই করুন, নিচের ১০টি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যেও থাকে... আপনি আসলে একজন বাঙ্গিই!

১# দূর থেকে দেখলে মানুষ আপনাকে ভাবে মিষ্টি কুমড়া। কিন্তু আপনারও যে আলাদা একটা আইডেন্টিটি আছে, তা কেউ ভাবতেই চায় না।

২# বাঙ্গির কদর হয় কেবল একেবারে, ফাটাফাটা হয়ে গেলে। আপনারও কপাল একেবারে ফাটাফাটা হবার আগ পর্যন্ত কেউ আপনাকে পাত্তাই দেয় না।

৩# বাঙ্গির মতো আপনিও জীবনে সুঘ্রাণ ছড়িয়ে যান। যদিও সেই ঘ্রাণের কোনো কদর হয় না।

৪# সবাই আপনার জীবনে মিষ্টি খোঁজে। মধুর খোঁজ না পেলে কেউ ফিরেও তাকায় না।

৫# আপনার আশেপাশের অন্য সবার অনেক দাম, তারা হুড়ুদ্দুম করে বিক্রি হয়ে যায়। কেবল আপনিই কারো পাতে ওঠেন না।

৬# বাঙ্গির মতোই আপনি নরম, কোমল। নরম পেয়ে মানুষ জুস বানিয়ে খায়।

৭# মানুষ বাঙ্গি কেনে পকেটের টাকা ভাংতি করার জন্য। আপনাকেও মানুষ মনে করে কেবল বিপদে পড়লে সাহায্য পাবার জন্য।

৮# বাঙ্গি আর আপনি, দুজনার জীবনটাই একেবারে পানসে, 'জন্ডিস'ময়।

৯# আপনি আর বাঙ্গি, দুজনেই সারাজীবন গোলগাল থেকে গেলেন। স্লিম হবার সম্ভাবনা আপনাদের আর ইহজীবনে নেই।

১০# কেটেকুটে বুক চিরে কলিজা খাইয়ে দিলেও- মানুষ মুখ বাঁকিয়ে বলে- শালার বাঙ্গি খাইতে হইলো! আপনার জীবনেও ব্যাপারটা সেইম।

১০০৯ পঠিত ... ২১:৩৭, জুলাই ০৪, ২০২০

Top