আলোচিত এই ছবিটিতে বিল গেটস রাস্তায় দাঁড়িয়ে কী করছিলেন?

১৩৩২ পঠিত ... ১৯:৩৯, জানুয়ারি ২০, ২০১৯

বিলিওনিয়ার বিষয়টিকে প্রায় ডালভাত বানিয়ে ফেলেছিলেন বিল গেটস। দীর্ঘদিন ধরে টানা ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এখন মাঝে মধ্যে র‍্যাংকিংয়ে উঠানামা হলেও, সবচেয়ে ধনী ব্যক্তির কথা শুনলে তার নামই সবার আগে মাথায় আসে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হিসেবে তার পরিচিতি থাকলেও, বেশ কয়েক বছর ধরেই তিনি দাতব্য কাজ করেও বেশ সুনাম কুড়িয়েছেন। হবেই বা না কেন? তার দানও যে হয় বিলিয়ন ডলারে! সম্প্রতি এই হুলস্থূল ধনী ব্যক্তির একটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। মাইক্রোসফটের সাবেক এক কর্মীর পোস্ট করা ছবিটিতে দেখা যায়, আর দশজন সাধারণ মানুষের মতো এই বিলিয়নিয়ারও লাইনে দাঁড়িয়ে আছেন বার্গার কেনার জন্য। 

এতো ধনী একজন মানুষ সামান্য একটা বার্গার কেনার জন্যেও লাইনে দাঁড়িয়েছেন এমন বিষয়টি আমাদের মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। বিল গেটস আমাদের করেছেন হতবাক। আমাদের দেশের প্রেক্ষাপটে এমনটা ভাবাও অবশ্য বেশ কঠিন। তাই eআরকি ভেবে দেখার চেষ্টা করেছে আরও বিশ্বাসযোগ্য কিছু কারণ, যা আমরা সহজে মেনে নিতে পারব। বিল গেটস কেন এভাবে দাঁড়িয়ে ছিলেন তার সম্ভাব্য কিছু 'দেশি' কারণ জেনে নিন। 

 

১# হয়তো সামনে কোন ভিআইপি যাচ্ছিল বলে রাস্তা ব্লক করা ছিল। তাই তিনি যেতে পারছিলেন না।

 

২# কোম্পানির প্রচারের জন্য ৩০০ টাকার এনার্জি লাইট মাত্র ১০০ টাকায় কেনার উদ্দেশ্যে তিনি প্রচার ভ্যানের সামনে দাঁড়িয়ে ছিলেন।

 

 

৩# সামনের নির্বাচনে দাঁড়াবেন বলে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করতে।


 

৪# তার কোম্পানির কেউ আইফোন কিনতে আসে কিনা, তা যাচাই করতে অ্যাপলের শোরুমের বাইরে দাঁড়িয়ে ছিলেন।

 

 

৫# স্ত্রী মেলিন্ডার সাথে ঝগড়া হওয়ায় রাতের খাবারটা বাইরেই খেতে হবে বলে...


 

৬# মা বলেছেন সারাদিন কম্পিউটারের কাছে বসে না থেকে একটু বাইরে থেকে ঘুরে আসতে, সেজন্যই…

 

৭# ট্রুথ অর ডেয়ার খেলতে গিয়ে কেউ ডেয়ার দিয়েছিল বলে…

 

 

৮# হয়তো মাইক্রোসফট অফিসের নতুন বিল্ডিংয়ের জন্য লোকেশন খুঁজছেন...

১৩৩২ পঠিত ... ১৯:৩৯, জানুয়ারি ২০, ২০১৯

Top