এই গরমে রাজনৈতিক দলগুলো যে সব নির্বাচনী অঙ্গীকার করতে পারে

১৬০৪ পঠিত ... ১১:২৪, জুলাই ২৩, ২০১৮

গরমে অতিষ্ট জীবন। গরম এমন পর্যায়ে চলে গেছে, যেন গরম বাদে জীবনে আর কোনো সমস্যা নেই! গরমটা কমলেই হয়। আর নির্বাচন যেহেতু সামনে, রাজনৈতিক দলগুলো সেই সুযোগ নেবেন না, তা কী করে হয় বলুন! চলুন, দেখে নেয়া যাক, এই গরমে রাজনৈতিক দলগুলো পরবর্তী নির্বাচনের জন্য যেসব নির্বাচনী অঙ্গীকার করতে পারে!

১#
আমরা এবার ক্ষমতায় আসলে ঘরে ঘরে সিলিং ফ্যানের জায়গায় এসি লাগিয়ে দেবো। প্রতিটি ব্যাচেলরের হলে, মেসে টেবিল ফ্যানের জায়গায় থাকবে গতিশীল সিলিং ফ্যান।


২#
আমরা নির্বাচনে জিতলে সারাদেশ এয়ার কন্ডিশনড করে দেব। রাস্তার পাশে থাকবে গাছের সারি, গাছে ফুল ফলের বদলে ঝুলবে চোখ ধাঁধানো এসি।

 

৩#
আমরা কথা দিচ্ছি, শীতের দেশে যাওয়ার জন্য ফ্রি বিমানের ব্যবস্থা করা হবে...

 

৪#
আমরা জিতলে দেশে কোনো গরমকাল থাকবে না! গরমকালকে অভাব ও দারিদ্রের সঙ্গে ভ্যানিশ করে দেয়া হবে...


৫#


৬#


৭#
প্রতিটি রাস্তা, প্রতিটি অলিতে গলিতে ঠান্ডা পানি দিয়ে গোসল করার ব্যবস্থা করা হবে!



৮#
আমাদের ভোট দিন, দেশগ্রামের প্রতিটি মানুষকে আমরা একটি করে ফ্রিজ এবং আইসক্রিম বানানোর উপকরণ ত্রাণ হিসেবে দেব...



৯#


১০#


১১#

১২#


১৩#


১৪#

১৬০৪ পঠিত ... ১১:২৪, জুলাই ২৩, ২০১৮

Top