এন আনসিন বুক রিভিউ: সিলগালা মহল্লার ব্যালকনিরা

৪৩৬ পঠিত ... ১৪:৪৮, ফেব্রুয়ারি ২৪, ২০২১

balcony thumb

আহমেদ খান হীরক এর 'সিলগালা মহল্লার ব্যালকনিরা' বহিখানার বহিঃপ্রকাশ ঘটিয়াছে। বহিখানার পরিস্থিতি এখন একটি সদ্যজাত নবজাতকের মতো। সদ্যজাত যেমন হাসপাতালের ওয়ার্ডে নিদ্রামগ্ন থাকে, নবজাতক বহিখানাও এখন রকমারিতে নিদ্রামগ্ন (অর্ডার করুন!)। এমন সদ্যজাত পুস্তকের রিভিউ এত কী জরুরি এমনটা যারা ভাবিতেছেন তাদের ব্জানাইয়া রাখা ভালো, এইসব অহেতুক সুযুক্তির ভাবনা eআরকির ক্ষেত্রে প্রযোজ্য নয়। eআরকিতে সকলই হইতে পারে। তাই ভ্রু-কুঞ্চনের কোনো কারণ দেখি না। তাছাড়া বুড়িগঙ্গার পানি নোংরা না পরিস্কার, ঢাকার রাস্তায় জ্যাম আছে না ক্লিয়ার, ট্রাম্প উন্মাদ না পাগল ইত্যাদি বলিতে যেমন সেইগুলি নাড়িয়া-চাড়িয়া, পড়িয়া-গড়িয়া দেখিবার প্রয়োজন পড়ে না তেমনি কিছু বহির ক্ষেত্রেও চক্ষু মুদিয়া ঘটনা পরিষ্কার বলিয়া দেওয়া যায়...

প্রথমেই আসা যাক এই বহির নাম লইয়া ক্যাচক্যাচানিতে। এক মাইল জুড়িয়া যে নাম দেওয়া হইয়াছে বহিখানায় তাহাতেই সব বলিয়া দেওয়া আছে। অর্থাৎ একখানা মহল্লা আছে এইখানে, সেইটা আবার সিলগালা দিয়া আটকানো... আর সেই আটকানো মহল্লার ব্যালকনিও আছে। লেখকের জানা উচিত ছিল ব্যালকনি থাকলে গাছ থাকিবে... পাখির খাঁচাও থাকিতে পারে কিন্তু বহিখানার প্রচ্ছদে যাহা থাকিবার ইশারা দেওয়া হইয়াছে তাহাতে মনে হয় যে লেখক বিরাট একখানা ফাঁদই পাতিয়াছেন...
আমরা কি এ হেন ফাঁদে পতিত হইতে চাহি কিনা সেইটা দ্বিতীয়বার ভাবিয়া দেখার অবকাশ রহিয়াছে কিন্তুক...

silgala moholla

কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে লেখক দাবী করিতেছেন এই বহিতে ১৪টি গল্প রহিয়াছে; এবং সেইগুলো নাকি সত্য সত্যই গল্প হইয়া উঠিয়াছে। লেখক আরো দাবি করিতেছে, ভালো গল্প নাকি শেষ হইবার পরে শুরু হইয়া থাকে; আর তাহার বহির গল্পগুলোও নাকি এমনই ধারার। শেষের পরেই নাকি শুরু হয়।

অদ্ভুত, খুবই অদ্ভুত কথা যে লেখক তাহার গল্পের বহিখানায় শুধু গল্পই রাখিয়াছেন। পাঠকের কথা ভাবিয়া একটা প্রচ্ছদের সাতখানা রঙ রাখেন নাই, করোনার কথা ভাবিয়া বহির নাম ছাপায়া মাস্ক রাখেন নাই, বুকের নিচে দিয়া পাঠ করিবেন আশায় পাঠককে দেয়ার জন্য বালিশ রাখেন নাই... গল্পের বহিতে শুধু শুধু গল্পই রাখিয়াছেন!

পাঠককে কি এতই বোকা ভাবিয়াছেন লেখক? গল্পের বইয়ে শুধুই গল্প চাহিবে, পড়িয়া আনন্দ পাইবে এমন পাঠক কি এখন আর আছে?

লেখকের বোকামিতে কেবল হাসিই আসিতেছে আমাদিগের...
যাহা হোক, পাঞ্জেরী প্রকাশনী হইতে প্রকাশিত এই বহিখানা যদি আপনারা কিনিতে চাহেন তবে তাহারাই কিনিবেন যাহারা শুধু দারুণ দারুণ গল্প পড়িতে চাহেন... অন্যথায় এই বহিখানা আপনাকে চূড়ান্ত হতাশ করিবে।

৪৩৬ পঠিত ... ১৪:৪৮, ফেব্রুয়ারি ২৪, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top