বইমেলা আর নেই তো তোমার আমার মতন হাবার, আজ সেটা রোল মডেল এবং সেলিব্রিটির খাবার!

৯৫৯ পঠিত ... ১৭:৪৩, মার্চ ০৬, ২০১৯

রমরমা সব ইস্যুর ঠেলায় ফেসবুকে দিন কাবার,

পুরান স্ট্যাটাস ভাত পায় না, নতুন স্ট্যাটাস আবার...

একটা ইস্যু বোঝার আগেই, আগের ইস্যু সাবাড়!

সেলিব্রিটি নিজেই ভাবেন, দেন না সুযোগ ভাবার!

 

বইমেলা আর নেই তো তোমার আমার মতন হাবার,

আজ সেটা রোল মডেল এবং সেলিব্রিটির খাবার,

ইজ্জতই আর থাকছে না তার বই যদি হয় না বার!

খ্যাতির চামে বইয়ের দামে চাল চেলে দেয় দাবার।

 

কোথায় সুযোগ সিক্স ডিজিটের বেতনখানা পাবার,

ডিসকো হুজুর শেখাচ্ছে সাইন্স নখ লুকিয়ে থাবার!

এর মধ্যেই দুয়েক মদন নাম জানে না রাবা'র!

খেঁকিয়ে ওঠে ভক্তরা সব, জানস তো নাম বাবার?

 

বাঁচত লোকে, করত না প্ল্যান পুলসিরাতে যাবার,

সময়মতো অনেক বাবা পরত যদি রাবার!

৯৫৯ পঠিত ... ১৭:৪৩, মার্চ ০৬, ২০১৯
 
 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top