হীরক রাজা রিটার্নস

৪৩২৮ পঠিত ... ০০:১২, ডিসেম্বর ০৫, ২০১৭

আমরা ভীষণ সুখেই আছি হীরক রাজার দেশে,
সর্বকালের শ্রেষ্ঠ রাজা—মানছে সবাই হেসে।
বাঁচতে হলে জানতে হবে রাজার কত শান,
রাজার পায়ে হাজার প্রজা হাজির করে জান।
আসেন যদি অন্য রাজা, রাজ্যে হবে কী যে;
ভাবতে গেলে অশ্রু আসে, শ্মশ্রু ওঠে ভিজে।

কোথাও কোনো হচ্ছে না রেপ, কোথাও কোনো লাশ;
পরীক্ষায়ও রাজার গুণে একশো ভাগই পাশ।
পাশের দেশে লাশের খবর যায় না কোথাও শোনা;
রাজ্যে কারা ক-বার কাশে, তাহাও রাজার গোনা।

কী হয়েছে? কী হয়েছে? খুন হয়েছে তনু?
কিসের তনু? কোথার তনু? নতুন কোনো হনু?
তোমরা কেবল হত্যা দ্যাখো, কেবল খোঁজো কিলার;
তোমরা কেন দেখছ না ঐ গঙ্গাসেতুর পিলার?
কিলার ছেড়ে পিলার দ্যাখো, বন্ধ দু-চোখ খোলো;
এই যে দ্যাখো— হন্ডুরাসে আড়াইশো খুন হলো!
হত্যা কি আর নতুন কিছু? ঘটছে না আর ভবে?
তনু-মনু এমন কী আর! দু-একটা খুন হবে।

কী হয়েছে? আবার বলো! প্রশ্ন হলো ফাঁস?
রাইখা এসব খুচরা খবর চিবাও বরং ঘাস!
তোমরা কেবল ফাঁসই দ্যাখো কুঁচকে চোখের ভুরু?
চোক্ষে কেন পড়ছে না ঐ উড়ালসেতুর উরু?
কী যায়-আসে লাশে-ফাঁসে? ভাবার আছে হেতু?
শহরজুড়ে আমার রাজার বিশটা উড়ালসেতু!

আবার কী রে? আবার কী রে? কে হয়েছে গুম?
রাষ্ট্র কি আর রাখবে দেখে সবার শোয়ার রুম!
কোথায় কারা ঘুমায়-গুমায়, পড়ল কোথায় বাজ;
রাজায় কেন জানবে ওসব? রাজার কত কাজ!
তোমরা যারা করছ মাতম সুশীলজ্বরে ভুগে,
বলতে পারো— হয়নি এসব জাহাঙ্গিরের যুগে?
যখন ছিল খিলজি-বাবর-শায়েস্তা খাঁর ধুম,
আমার কাছে তথ্য আছে— আড়াই হাজার গুম।
বলবে দেশের সকল লোকে উচ্চ করি শির—
আমার নেতার নখের কাছে নস্যি জাহাঙ্গির!

আবার কী চাস, সুশীল পিচাশ? লালাই কেবল পড়ে?
আমার নেতা আছেন বলেই কল্লা আছে ধড়ে।
কখন, কবে, কোথায়, কেন, কী হয়েছে, বল;
কুসুমপুরে খাচ্ছে মারা সংখ্যালঘুর দল?
আমরা আছি বলেই দেশে সংখ্যালঘু আছে;
আসবে যখন অন্য রাজা, দেখিস কজন বাঁচে!
আর কতকাল বাজবে তোদের সংখ্যালঘুর ঢোল?
জানিস কোথায় ঘটছে কী কী? কানটা এবার খোল!
রাখিস খোলা চক্ষু দুটো? দেখিস ডানে-বাঁয়ে?
লক্ষ লঘু খুন হয়েছে হন্ডুরাসের গাঁয়ে।
দেশটা যদি হাইতি হতো, খাইতি কী বল, মালু?
আমার রাজা আছেন বলেই গিলতে পারিস আলু।
কুকুর তোরা, শুকুর করিস? যেতিস কবেই ভেসে!
রাজা আছেন বলেই আছিস মধ্যম আয়ের দেশে।

যতই করিস ফন্দি তোরা, করিস যত ফিকির;
চলছে এবং চলবে দেশে হীরক রাজার জিকির।
রুখবে আমার রাজার এ-রথ— সাধ্য বা কার দাদার?
আমার রাজা মহান রাজা, হিউম্যানিটির ফাদার!

৪৩২৮ পঠিত ... ০০:১২, ডিসেম্বর ০৫, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top