দুই সপ্তাহে ৩৬টি বিজ্ঞাপন ও ৩৮টি দোকান উদ্বোধন করবেন মেসি

৩০৬ পঠিত ... ১৭:৫৫, মে ০৩, ২০২৩

Messi-dokan-udbodhon

বিনা অনুমতিতে সৌদি আরব ভ্রমণ করায় মেসিকে নিষিদ্ধ করেছে পিএসজি। নিষিদ্ধের এই সময়টাকে কাজে লাগাতে ৩৬টি বিজ্ঞাপন ও ৩৮টি দোকান উদ্বোধনের কাজ হাতে নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। জানা গেছে, বিজ্ঞাপনের শুটিঙের জন্য এই সময়ে তিনি দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ ১১টি দেশ ভ্রমণ করবেন।

বিষয়টি সম্পর্কে নিজের উচ্ছ্বাসের কথা জানাতে গিয়ে মেসি আমাদেরকে বাংলাতে বলেন, (হ্যাঁ, আমাদের মেসি বাংলা পারে), ভালোই হইছে। ‘আগেই সৌদি আরব আইসা পড়ছি। এখন দুবাই যেতে সময়ও কম লাগবে।‘

একই সময়ে দুবাইতে একটা স্বর্নের দোকান ও একটা বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করবেন মেসি। বিয়ের দাওয়াতে ১৫০০ টাকার বিনিময়ে তুলবেন সেলফিও।

এত এত বিজ্ঞাপন করা নিয়ে চারদিকে নানান সমালোচনা হচ্ছে মেসিকে নিয়ে। বিষয়টি নিয়ে যদিও খুব একটা চিন্তিত নন মেসি। এইসব সমালোচনা খারাপ লাগে কি না? আমাদের এমন প্রশ্নে মেসি বলেন, ‘খারাপ লাগা তো দূরে থাক, আমি দেখিই না।‘

এদিকে গোপন এক সূত্র থেকে জানা গেছে, বিজ্ঞাপন ও দোকান উদ্বোধনের পাশাপাশি এই ছুটিতে শেয়ার বাজারের বিজনেসটা শিখে নেওয়ার চেষ্টাও করবেন মেসি।

৩০৬ পঠিত ... ১৭:৫৫, মে ০৩, ২০২৩

Top