হজ্ব করতে গিয়ে শয়তানের সাথে 'শেয়ারে পাথরের ব্যবসা' শুরু করল সাকিব আল হাসান 

১৬৪ পঠিত ... ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে

ক্রিকেট মাঠের সফল অলরাউন্ডার সাকিব আল হাসান এবার হজ্ব পালনে গিয়ে কেবল ইবাদতেই মন দেননি, বরং তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধির পরিচয় দিয়ে মিনার ময়দানে শয়তানকে পাথর মারার সনাতন প্রথাকে এক নতুন অর্থনৈতিক মডেলে রূপ দিয়েছেন। অবিশ্বস্ত সূত্র অনুযায়ী, সাকিব আল হাসান নাকি শয়তানের সঙ্গে সরাসরি আলাপ করে একটি যুগান্তকারী শেয়ারিং ইকোনমি চুক্তি স্বাক্ষর করেছেন।

এই চুক্তির প্রধান বিষয়বস্তু হলো, শয়তানকে পাথর মারার পর সেই ছোড়া পাথরগুলো এখন থেকে সাকিবের নবগঠিত ভেঞ্চার জামারাহ রিকভারি অ্যান্ড রিসাইক্লিং লিঃ-এর মাধ্যমে পুনর্ব্যবহার করা হবে।

শয়তানের প্রতিনিধি eআরকিকে জানিয়েছেন, প্রতি বছর লক্ষ লক্ষ টন পাথর আমাদের দিকে ছুড়ে মারা হয়। এত পাথর! এগুলো শুধু নষ্ট হচ্ছিল। আমাদের প্রচুর সাপ্লাই চেইন লস হচ্ছিল। সাকিবের আইডিয়াটা সত্যিই ব্রিলিয়ান্ট। উনি বলেছেন, যত পাথর আমাদের দিকে ছোড়া হবে, তিনি তার অর্ধেক রিসাইকেল করে আবার হাজীদের কাছে উন্নত প্যাকেজিং-এ বিক্রি করবেন।

সাকিব আল হাসান হজ্ব ক্যাম্প থেকে এক ভিডিও বার্তায় হাসতে হাসতে বলেন, দেখুন, ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এত পাথর নষ্ট হচ্ছে, এটা পরিবেশের জন্য ভালো না। আমি শুধু রিসাইক্লিং করছি। আর এই পাথরগুলোর ইতিহাস ও গভীর আধ্যাত্মিক মূল্য আছে। যারা তাড়াহুড়ো করে পাথর কিনতে ভুলে যান, তাদের জন্য এই ঐতিহাসিক পাথর একটি প্রিমিয়াম পণ্য হিসেবে বাজারে আনা হবে। আমরা এটাকে নাম দিয়েছি–দ্য এক্সক্লুসিভ ডেভিল'স ডায়মন্ডস। আর শয়তানের সাথে চুক্তি? এটা বিজনেস এথিক্স। ব্যবসার ক্ষেত্রে শত্রু-মিত্র বলে কিছু নেই। লাভটাই আসল।

১৬৪ পঠিত ... ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে

Top