যেসব ম্যাচে বোলিং-ব্যাটিং করতে হবে না, সেসব ম্যাচের সময়ে শো-রুম উদ্বোধন করতে চান সাকিব আল হাসান

৬২২ পঠিত ... ১৪:৩৮, মার্চ ২৫, ২০২৩

যেসব-ম্যাচে

বাংলাদেশের আগামী যেসব ম্যাচগুলোতে বোলিং বা ব্যাটিং করতে হবে না, সেসব ম্যাচগুলোতে শো-রুম উদ্বোধন করতে চান বাংলাদেশের জান সাকিব আল হাসান। মূলত আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচ থেকেই তার মাথায় এমন আইডিয়া এসেছে বলে জানান তিনি।

আমাদের নাইজেরিয়া থেকে ভাড়া করে আনা প্রতিবেদকের কাছে ভূয়া এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেন, ‘অযথা বাড়তি সময় নষ্ট কেন করবো? আমাদের ছেলেপেলেরা তো আমাকে ছাড়াই ম্যাচ জিতিয়ে দিচ্ছে আজকাল। আমি না হয় সে সময়টা একটু এক্সট্রা কামিয়ে নিলাম। খেলার সময় শো-রুম উদ্বোধন করালে রয়েছে আমার বিশেষ ডিসকাউন্ট। পাশাপাশি কেউ যদি জুম কলেও নিজের দোকান উদ্বোধন করাতে চায় সে ব্যবস্থাও থাকবে।’

তবে দোকান উদ্বোধন ছাড়াও অন্য আর কী করতে চান সেটি জিজ্ঞেস করলে এই অলরাউন্ডার আমাদের জানান, ‘বিয়ে-শাদীর দাওয়াত থাকলেও অ্যাটেন্ড করার ইচ্ছা আছে। তবে আপনারা তো আবার আমার ভালো দেখতে পারেন না। দাওয়াত খেতে গেলেও সেটা নিয়ে নিউজ করে দেন।’

সাকিব আল হাসানকে দেখে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিও খেলার সময় ফ্রি-টাইমে বিভিন্ন দোকান উদ্বোধন কিংবা এন্ডোর্সমেন্টভিত্তিক কাজের প্রতি আগ্রহী হয়েছেন। নিজের ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি আমাদের বলেন, ‘এসব ব্যাপারে সাকিব ভাই-ই আমার অনুপ্রেরণা। আগে টাইম ম্যানেজ করতে পারতাম না কিন্তু এখন উনার দোকান উদ্বোধনী কোর্স করার পর থেকে বেশ সুন্দরভাবে সবকিছু করে নিচ্ছি।’

৬২২ পঠিত ... ১৪:৩৮, মার্চ ২৫, ২০২৩

Top