তিনদিনের ছুটি শেষ, কুমিল্লায় আনন্দ মিছিল

৬১৮ পঠিত ... ১৮:২৫, মার্চ ২০, ২০২২

Anondo-michil

গতকাল শেষ হলো তিনদিনের লম্বা ছুটি। গতকাল বিকেল থেকেই বাড়ি যাওয়া মানুষরা ফিরে আসছে ঢাকার উদ্দেশ্যে। আজ সকালে ঢাকামুখী মানুষের ভীড় থাকলেও দুপুর নাগাদ সেটা অনেকটাই কমে আসে। এই খুশীতে আজ দুপুর থেকে কুমিল্লার মানুষ আনন্দ মিছিল করেছে বলে একটি হাওয়া থেকে পাওয়া খবরে জানা গেছে।

সরেজমিনে বিষয়টি দেখার জন্য গুগল ম্যাপের সাহায্যে কুমিল্লা যায় আমাদের প্রতিনিধি। ম্যাপে কুমিল্লার একাধিক হোটেল দেখে বিষয়টি অনিশ্চিত হওয়া গেছে। সেখানে দেখা গেছে, রাস্তায় নেমে এসেছে কুমিল্লার মানুষরা।

এমনই এক মিছিলের সামনে থাকা এক লোক বলেন, 'বিশ্বাস করবেন না ভাই, মনে হচ্ছে বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে।’ ওনাকে থামিয়ে পাশ থেকে একজন বলেন, ‘ওটা পাথর না ভাই, নদী হবে। বুকের উপর থেকে নদী নেমে গেছে।’

মিছিলের পাশাপাশি খুশীতে একে অন্যকে জড়িয়েও ধরছেন। বিতরন করছেন মিষ্টি। হাজার মানুষের ভীড়ে একটি মিষ্টি পান আমাদের প্রতিনিধিও। কিন্তু মিষ্টি খাওয়া শেষে পানি চাইলে দিতে অস্বীকৃতি জানান বিতরকরা। জানতে চাইলে তারা বলেন, ‘আমরা নিজেরাও পানি খাই না। যদি ইয়ে ধরে! সেজন্য কাউকে দেই না। ঢাকায় গিয়ে পানি খান। ওখানেই ইয়ে করেন।’

৬১৮ পঠিত ... ১৮:২৫, মার্চ ২০, ২০২২

Top