নৌকার জন্য ঢাকার রাস্তায় আলাদা লেন করার দাবি

৪৮৮ পঠিত ... ১৮:৫৩, জুলাই ০৬, ২০২১

বর্ষা এলেই ঢাকার রাস্তা ভেসে যায় অথৈ জলে। গাড়ি-বাস তখন ঠাই দাঁড়িয়ে থাকে জলাবদ্ধ জ্যামে, এগিয়ে যায় নৌকা। তবে নৌকার জন্য কোনো আলাদা লেন না থাকায় ঢাকায় নৌকার মাঝি এবং যাত্রী, দু পক্ষকেই হয়রানি পোহাতে হচ্ছে। নৌকার পেছনে যদি বাস বা গাড়ি জোরে হর্ন দিতে থাকে, তৎক্ষণাৎ সাইড দেয়ার কোনো উপায় তো নেই। এমন সব সমস্যা সমাধানেই ঢাকার রাস্তায় নৌকার জন্য আলাদা লেন দাবি করেছে ঢাকার নগরবাসীরা।

Noukar-jonno-alada-lane

কাজীপাড়া থেকে মতিঝিল নিয়মিত অফিস করেন মোখলেস। অথৈ জলে উত্তাল কাজীপাড়া-শেওড়াপাড়া নৌকাতেই নিয়মিত পার হন তিনি। জানালেন তার অভিজ্ঞতার কথা, 'বাস-ট্রাকরে ওভারটেক করে তো আর নৌকা সামনে আগাইতে পারে না। তাই বেশি পানির রাস্তাটুকু নৌকায় পার হয়ে এরপর কম পানির রাস্তায় বাসে উঠি। নৌকার জন্য আলাদা লেন থাকলে সরাসরি নৌকায় করেই অফিসে যাইতাম।'

শেওড়াপাড়ায় নিয়মিত নৌকার চালান পদ্মা নদীর মাঝির ফুপাতো ভাই সুবের। তিনি জানালেন, 'এমনে রিকশা বাসের লগে পাল্লা দিয়া কি নৌকা চালান যায়? একবার বাসের জানলার মধ্যে নৌকার বৈঠা হান্দায় গেসিলো। আরেকটু হইলে নৌকা উল্টায় যাইত। প্রতিদিন এইরকম নানান দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিতেছে। রাস্তায় তো পানি থাকবই, এর তো কোনো প্রতিকার নাই। অন্তত নৌকার জন্য আলাদা একটা লেন হইলে মাইনসে ঠিকমতো যাতায়াত করবার পারে, আমগোরও সুবিধা হয়।'

ঢাকার এক বাসচালকও নৌকার জন্য আলাদা লেন দেয়ার প্রয়োজনীয়তা বললেন, 'সামনে নৌকা পইড়া গেলে হর্ন দিলেও লাভ হয় না। তখন দেখি অনেক যাত্রী বাসেত্তে নাইমা নৌকায় উঠতেসে। এইটার একটা বিহিত করেন। নৌকার লেনে নৌকা যাইব, বাসের লেনে বাস। এইসব অনিয়ম আর ভাল্লাগেনা। নৌকার উপর চেইতা নৌকা নিয়া তো গালিও দিতে পারি না, কে আবার কী মনে করে।'

নৌকার জন্য আলাদা লেন করার এখনই সবচেয়ে পারফেক্ট সময়, এমন মতামত দিলেন একদন অনলাইন বুদ্ধিজীবী ও নগর পরিকল্পনাবিদ, 'এখন যুগ, সময়, সরকার, সবকিছুই নৌকার। দেশটাই তো নৌকায় চলছে। নৌকার জন্য আলাদা লেন এখন না হলে কখন?'

৪৮৮ পঠিত ... ১৮:৫৩, জুলাই ০৬, ২০২১

Top