মিরপুরে গ্যারেজে জমা পানিতে কাতলা মাছ চাষ: শহুরে জীবিকার নতুন ক্ষেত্র

৪৬৭ পঠিত ... ১৯:১৫, জুন ০৯, ২০২১

katla-mach

ঢাকায় গ্যারেজে জমা পানিতে কাতলা মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন মিরপুরের মোহন নামের এক তরুণ উদ্যোক্তা। এই বছর প্রথমবার বৃষ্টির সময় জমা পানিতে কিছু মাছের পোনা ছাড়লে মাত্র সপ্তাহ খানেক পর মাছগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে যায় বলে জানান মোহন। এরপর গত পরশুর বৃষ্টিতে জমা পানিতে বানিজ্যিকভাবে কাতল মাছে পোনা ছেড়েছেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরে জমা বৃষ্টির পানিতে মাছ চাষ হতে পারে শহুরে জীবিকার নতুন ক্ষেত্র। হাজারো তরুণ নিজেদেরকে স্বাবলম্বী করে উন্নতির শিখরে পৌঁছে দেশ, দশ ও পরিবারের উপকারে আসতে পারবে।

মিরপুরের মোহনের এই উদ্যোগকে প্রশংসায় ভাসিয়েছেন ঢাকার দুই মেয়র। নিজেদের একটি যৌথ ফেক আইডি থেকে মেয়রদ্বয় বলেন, 'মোহন এখনকার যুবকদের আইডল। এখনকার ছেলেপেলেরা একদম নষ্ট হয়ে যাচ্ছে। ফেসবুকে বসে বসে সরকারের সমালোচনা করে, এটা ওটা নিয়ে আন্দোলন করে, কার্টুন আঁকে! অথচ মোহনকে দেখেন, ঢাকায় পানি জমে যাওয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে সে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের আমিষ চাহিদা পূরণ করছে।'

এই সময় তারা ফেক আইডি থেকে সাংবাদিকদের দেয়া এক বার্তায় বলেন, 'মোহনদের মত স্বপ্নবাজ তরুণদের সুবিধার জন্য প্রতি বর্ষায় আমরা ঢাকা শহরে পানি জমার ব্যবস্থা করে দিবো। এটা নিশ্চিত করার জন্য একনেকে একটা বড় বাজেটের ঘোষণাও আসবে দ্রুত।'

৪৬৭ পঠিত ... ১৯:১৫, জুন ০৯, ২০২১

Top