ব্যাচেলরদের চাঁদে উঠা থেকে বিরত থাকার প্রজ্ঞাপন জারি করলো নাসা

৭৩১ পঠিত ... ১৩:৫২, জানুয়ারি ২৫, ২০২১

ঢাকাসহ সারাদেশের বাসা-বাড়ির ছাদে ছাদে দেখা যাচ্ছে এক সতর্কবার্তা। 'চাঁদে উঠা নিষেদ' এই সতর্কবার্তা নিয়ে ইতোমধ্যে চাঞ্চল্যকর নানান গল্প ও তথ্য পাওয়া গেছে। তবে eআরকির বিশেষ প্রতিবেদক শেখ নূর উদ্দিন জানিয়েছেন, ব্যাচেলরদের চাঁদে উঠা থেকে বিরত রাখতেই নিজেদের স্যাটেলাইট থেকে ছাদে ছাদে এমন সতর্কবার্তা লিখে রেখেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

eআরকিকে দেয়া এক মহাকাশ বার্তায় সংস্থাটি জানায়, 'ছাদ ও চাঁদ দুটোর জন্যই ব্যাচেলররা ক্ষতিকর। ঢাকার একাধিক বাড়িওয়ালা আমাদেরকে এমনটা নিশ্চিত করেছে। অনেক বাড়িওয়ালার চাঁদকে নিয়ে ব্যাচেলরদের ভেগে যাওয়ার রেকর্ডও আছে। আমরা চাঁদের বুড়িকে নিয়ে হুমকিতে আছি। কখন কার সাথে ভেগে যায়।'

এছাড়াও ব্যাচেলরদের ফোনালাপ বিশ্লেষণে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। নাসাসহ একাধিক সংস্থা মনে করছে ঢাকার ব্যাচেলররা যেকোনো সময় চাঁদকে ছিনতাই করে নিয়ে যেতে পারে। নাসা জানায়, প্রায় সব ব্যাচেলরই ফোনে কাকে যেন চাঁদ এনে দেয়ার কথা বলে। আমরা ধারণা করছি চাঁদ বেচাকেনার ব্যাপারে অন্যকোন গ্রহের বাসিন্দারাদের সাথে ব্যাচেলররা যোগাযোগ করছে। মাঝে মাঝেতো আমরা চিন্তায় পড়ে যাই। ওইদিন একজনকে ফোনে বলতে শুনলান, 'ও আমার চাঁদ সোনা'। আমরা তো ভাবছিলাম চাঁদকে ছিনতাই করে নিয়েই গেলো।'

কিছু ব্যাচেলর একটু 'উচ্চ' অবস্থায় চাঁদকে রুটি ভেবে ডালভাজি দিয়ে খেয়ে ফেলার হুমকি দিয়েছে বলেও নিশ্চিত করেছে নাসা।

ব্যাচেলররা সমালোচনা করলেও নাসার এই পদক্ষেপে পূর্ণ সমর্থন দিয়েছেন ঢাকার বাড়িওয়ালা সমাজ। বাসা ভাড়া দিতে অনিচ্ছুক এক বাড়িওয়ালা জানান, 'এইজন্যই তো ওদের ছাদে উঠতে দেই না। ছাদ থেকে লাফিয়ে যদি চাঁদে চলে যায়?'

৭৩১ পঠিত ... ১৩:৫২, জানুয়ারি ২৫, ২০২১

Top