সূর্যের দেখা না মেলায়, চাহিদা বেড়েছে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর

৩৩০ পঠিত ... ১৬:০৮, ডিসেম্বর ২৯, ২০২৫

কিছুদিন আগে জনসমক্ষে চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী দাবি করেছিলেন, সূর্যও নাকি তার কথায় ‘দাঁড়িয়ে থাকে’। তখন বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দেয়। মিম, কার্টুন আর কটাক্ষে ভরে ওঠে টাইমলাইন। কিন্তু প্রকৃতি যে কখন ব্যঙ্গের জবাব বাস্তবে দিয়ে বসে, তা কেউ ভাবেনি।

গত কয়েকদিন ধরে তীব্র শীত আর কুয়াশায় সূর্যের দেখা নেই বললেই চলে। সকাল থেকে দুপুর আকাশে শুধু ধূসর ভাব, রোদ্দুর উধাও। আর তাতেই হঠাৎ করে চাহিদা বেড়েছে সেই শাহজাহান চৌধুরীর। যারা একসময় তার বক্তব্য নিয়ে হাসিঠাট্টা করেছিলেন, তারাই এখন নাকি দলে দলে যোগাযোগ করছেন। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, অনেকে ক্ষমা চেয়ে বলছেন, ওস্তাদ, আমরা ভুল বুঝছিলাম। সোজা হয়ে দাঁড়াতেই পারছি না—ঠান্ডায় হাঁটু জমে গেছে। সূর্য্যিমামারে একটু ফেরত নিয়া আসেন।

স্থানীয় এলাকায় শোনা যাচ্ছে, শাহজাহান চৌধুরীর বাসার সামনে নাকি সকালবেলা থেকেই ভিড়। কেউ কম্বল নিয়ে, কেউ গরম চা হাতে সবাই একটাই আবেদন, ‘একটু রোদ লাগবে।’ কেউ কেউ আবার প্রস্তাব দিয়েছেন, সূর্য ফেরাতে পারলে তাকে ‘অনারারি আবহাওয়া উপদেষ্টা’ বানানো হবে। এদিকে শাহজাহান চৌধুরী নিজে অবশ্য এখনও সরাসরি কিছু বলেননি। তবে তার অনুসারীরা দাবি করছেন, ‘সূর্য দাঁড়িয়ে আছে, শুধু একটু নীতিগত আলোচনা বাকি।’ আলোচনা শেষ হলেই নাকি আকাশ পরিষ্কার হবে।

৩৩০ পঠিত ... ১৬:০৮, ডিসেম্বর ২৯, ২০২৫

Top