সারাবছর প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করলেও জুলাই মাস শুরু হওয়ার পর হুট করে ব্যস্ত হয়ে পড়েছে আওয়ামী বট বাহিনী। তাদের সার্ভারে হুট করে যেন ঢুকে পড়েছে লাখ লাখ শোকের ভাইরাস। এই মাসেই গত বছর গণআন্দোলনের জোয়ারে জার জার ওবস্তান থেকে পালাতে বাধ্য হয়েছিলো আওয়ামী নেতা-কর্মীরা। পালের গোদা শেখ হাসিনা থেকে শুরু করে চ্যালেঞ্জিং টাইম কাটানো ওবায়দুল কাদের সবাই মোটামুটি এখনও পলাতক। তবে আশ্চর্যের ব্যাপার, পলাতকদের এই তালিকায় ছিল না কোনো বট। বড় নেতারা পালিয়ে গেলেও গত ১০-১১ মাস ধরে নিঃস্বার্থভাবে দলের হয়ে কাজ করে যাচ্ছে এই বটরা, এরই মাঝে জুলাই শুরু হওয়ায় অনলাইন প্রোপাগান্ডার পাশাপাশি নানাবিধ শোক কর্মসূচী ঘোষণা করেছে তারা।
এই বটদের উদ্দেশে সদ্য এক ভার্চুয়াল সমাবেশে হাজির হয়ে বটল্যান্ডের আওয়ামী শাখার জাতির পিতা সজীব ওয়াজেদ জয় বলেন, জার জার ওবস্তান থেকে কমেন্ট চালিয়ে যাও, ফ্যাসিবাদ আবার কায়েম না করা অব্দি আমাদের সংগ্রাম চলবেই। এই আহ্বান শুনে বটদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। কমেন্ট সেকশনেই অনেকে নিজেদের গর্বিত বট বলে ঘোষণা করে: ‘AWL_BOT_88 reporting for duty, Sir!’ ‘Shok-e choluk Share-er Jhor!’
তবে শোক কর্মসূচীর সবচেয়ে আলোচিত এবং কাঙ্ক্ষিত পর্ব হতে যাচ্ছে বাপ্পারাজের বিখ্যাত গান ‘তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে’ লাইভ পারফরম্যান্স। গানটি পরিবেশন করবেন কেউ আর নন, সজীব ওয়াজেদ জয় নিজেই। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ‘বিশেষ লাল পানি’ খেয়ে লাইভে এসে গান গাইবেন। তাতে থাকবে ডিজিটাল অর্কেস্ট্রা, ব্যাকগ্রাউন্ডে কৃত্রিম কান্নার শব্দ। এছাড়া ‘অপরাধটা কী আমার’ শিরোনামে শেখ হাসিনার একটি বিশেষ সেশনও রাখার চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে।