বাজেট সিজনে নস্টালজিক নিষিদ্ধ আওয়ামী নেতারা। বিদেশে বসেই চাইছেন নিজেদের ভাগ

৭১ পঠিত ... ১৭:২০, জুন ০৩, ২০২৫

বছর ঘুরে আবারও হয়েছে বাজেট ঘোষণা। তবে এবারের বাজেট যেন অন্যরকম। সংসদে নয়, জাতীয় টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা। তবে এই বাজেট পেশের লাইভ টিভিতে দেখে বিদেশে পলাতক সাবেক আওয়ামী ‘বাজেটপ্রেমী’ নেতারা নিজেদের লুটপাটের ‘গোল্ডেন ডেইজ’ স্মরণে এখন ডুবে আছেন তীব্র নস্টালজিয়ায়।

এক সময়ের বাজেট মানেই ছিল তাদের উৎসবের মৌসুম। নতুন প্রকল্প, পুরনো দুর্নীতি, আত্মীয়-স্বজনদের নামে বরাদ্দ—সবকিছুতেই ছিল তাদের দখলদারি। ‘শেয়ার বাজারে হ্যান্ডস-অন ট্রেনিং’ আর ‘মেগা প্রকল্পে পার্সেন্টেজ’ ছাড়া বাজেট তারা চিনতেই পারতেন না। কিন্তু গণঅভ্যুত্থানের তোড়ে ক্ষমতার সিংহাসন থেকে উড়ে এখন তারা বিশ্বের নানা কোণে ‘রাজনৈতিক রিফিউজি। কেউ আছেন কানাডা, কেউ আবার দুবাই কিংবা লন্ডন, জার জার ওবস্তান থেকে সবাই পলাতক।

তবে বাজেট পেশ হওয়ার পর থেকেই নিজেদের আবেগ আর আটকে রাখতে পারছেন না এসব নেতা-কর্মীরা। বিদেশে বসেও নিজেদের ভাগ চেয়েছেন তারা। আগের মতো হাজার কোটি টাকার পার্সেন্টেজ না হলেও মনের সুখের জন্য অন্তত কয়েক কোটি টাকার ডামি পার্সেন্টেজ তাদের চলবে বলে জানিয়েছে এসব নেতা কর্মীদের একাংশ। 

একজন নেতা তো কানাডা থেকে ফেসবুক লাইভে এসে কেঁদে ফেলেছেন বাজেট শুনে। বললেন, আমার নামে যে ৩০টা প্রকল্প ছিল, সেগুলা কার নামে গেল? বাজেট ছাড়া আমি অসম্পূর্ণ।

আরেকজন দুবাই থেকে বাজেট ডকুমেন্ট প্রিন্ট করে হোটেলের বাথটাবে বসে বলেছেন, ইস! এবারও যদি থাকতাম, অন্তত একটা ফ্লাইওভার তো হজম করতাম!

৭১ পঠিত ... ১৭:২০, জুন ০৩, ২০২৫

Top