সেহরিতে এলো 'ডাকো' সার্ভিস; মিসড কল প্রতি ৫০, 'ওগো ঘুম থেকে উঠো' প্যাকেজ ৩০০

৯২৯ পঠিত ... ১৫:০২, মার্চ ০২, ২০২৫

14 (7)

চলে এসেছে পবিত্র মাহে রমজান। দীর্ঘ ৩০ দিন ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখবেন , সংযম করবেন এবং আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করবেন। তবে বেশিরভাগ উঠতি বয়সের তরুণ তরুণীরা ,বিশেষ করে যারা বাড়ির বাইরে থাকেন, তারা একধরনের সমস্যার মুখোমুখি হন। তা হলো সেহরিতে উঠতে না পারা। এতে করে তারা সেহরি না করেই রোজা রাখেন এবং সেকারণে নানারকম গ্যাস্ট্রো-ইন্টেস্টিনাল সমস্যায় ভোগেন। এ থেকে মুক্তির উপায় বাতলে দিতেই সমগ্র বাংলাদেশব্যাপী চালু হচ্ছে অনলাইন কল সার্ভিস ‘ডাকো’। এতে করে সেহেরী কলার হিসেবে কাজ করবেন এক দল স্বেচ্ছাসেবক নিশাচর ও হতাশ তরুণ-তরুণী।

‘ডাকো’-র নারী উদ্যোক্তা নিশা (২২) জানান, সারাবছর পড়ালেখার পাশাপাশি পার্টটাইম জব করি। রোজার মধ্যে শরীর দুর্বল হয়ে যায়। দিনশেষে বিছানায় ল্যাটকাই। তাই রোজার মধ্যে ইনকাম সোর্স হিসেবে ‘ডাকো’ সার্ভিস শুরু করেছি দুবছর আগেই। কিন্তু অ্যাপ ভার্সনে আনিনি। জনপ্রিয়তা বাড়ায় এবারই প্রথম একটা স্টার্ট আপ হিসেবে আত্মপ্রকাশ করলাম।

অ্যাপটি কীভাবে কাজ করে জানতে চাইলে নিশার সহকর্মী বর্ণনা করেন বিস্তারিত।

প্রথমত অ্যাপটিতে আছে কলার পছন্দের অপশন। কলার হিসেবে আপনি নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ নিজের ইচ্ছামত পছন্দ করতে পারবেন। এরপর আসবে আপনার প্যাকেজ চয়েজের বিস্তারিত। একদিনের জন্য, সাপ্তাহিক কিংবা মান্থলি প্যাকেজে আছে প্রিমিয়াম সব সার্ভিস। শুধু মিসড কল দেবার জন্য দিনপ্রতি ৫০ টাকা, ১ মিনিট কথা বলার জন্য ১০০ টাকা, ৫ মিনিটের জন্য ২৫০ টাকা, এবং ‘ওগো শুনছো ঘুম থেকে উঠো’ শুনতে চাইলে আপনাকে গুণতে হবে কলপ্রতি ৩০০ টাকা।  

ডাকো-র ম্যানেজিং ডিরেক্টর সাদাত রাফি জানান, কিছু কিছু বদমাইশ পোলাপান আছে যাদেরকে ভালোভাবে বললে হয় না। ওদের জন্য আছে ওই শুয়োরের বাচ্চা ঘুম থেকে উঠ প্যাকেজ। এখন দেখেন যার যেটা ভালো লাগে, বাইছা নেন।

৯২৯ পঠিত ... ১৫:০২, মার্চ ০২, ২০২৫

Top