ঢাকার আকাশে এখন কেবল কুয়াশা নয়, ভ্যাটের মেঘও জমেছে। অর্থনীতির এই কঠিন সময়ে, দেশের আর্থিক সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উদ্ভাসিত হয়েছে নতুন এক সুপারহিরো—ভ্যাটম্যান! তার আসল পরিচয়? সালেহউদ্দিন আহমেদ, যিনি অর্থ উপদেষ্টা হিসেবে তার নতুন ভ্যাট নীতিমালার মাধ্যমে শহরবাসীকে অবাক করে দিয়েছেন। Gotham-এর ব্যাটম্যান যেখানে ক্রাইমের বিরুদ্ধে লড়াই করতেন, আমাদের ভ্যাটম্যান লড়ছেন অর্থনীতির খালি কোষাগার পূরণের যুদ্ধে। তিনি ঘোষণা দিয়েছেন, আমাদের প্রতিটি নাগরিকই একেকজন ভ্যাটসৈনিক, তাদের থেকে ভ্যাট নেব আমরা দৈনিক।
সম্প্রতি এক কাল্পনিক সংবাদ সম্মেলনে সালেহউদ্দিন আহমেদ ভ্যাটম্যান স্টাইলে ঘোষণা দেন, যেখানেই ব্যয়, সেখানেই ভ্যাট। আগামীতে ঢাকার ফুচকা থেকে শুরু করে রিকশার ঘণ্টার আওয়াজেও থাকবে ভ্যাট। তার এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়া তার প্রতি নানা প্রতিক্রিয়ায় ভরে ওঠে।
একজন ব্যবহারকারী লিখেছেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন আমাদের আগের যুগের 'ভ্যাটগুরু', কিন্তু সালেহউদ্দিন আহমেদ তাকে ছাড়িয়ে গেলেন। তিনি শুধু ভ্যাট বসাচ্ছেন না, ভ্যাট নিয়ে মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছেন। আরেকজন রসিক মন্তব্য করেন, ভ্যাটম্যানের নতুন মুভির নাম হতে পারে—The Dark Knight Taxes। যেখানে ঢাকার প্রতিটি অলিগলিতে তিনি ভ্যাটের আলো জ্বালাবেন! কেউ কেউ আবার বলছে, যেভাবে ভ্যাটম্যান কাজ করছেন, তাতে শিগগিরই ঢাকার বায়ুদূষণের মধ্যেও ‘ভ্যাটের ঘ্রাণ’ পাওয়া যাবে।
ভ্যাটম্যানের সহকারী বাংলার রবিন এক গোপন ভিডিও কলে আমাদের বলেন, ভ্যাট সংগ্রহের জন্য VatGo, নামে একটি অ্যাপও চালু করা হবে যা আপনাকে আপনার প্রতিদিনের খরচের সঙ্গে যুক্ত ভ্যাটের হিসাব সরাসরি জানান দেবে। এই অ্যাপের স্লোগান হবে, Spend Smart, Tax Hard!
ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ভ্যাটম্যান নিয়ে চলছে মিমের ছড়াছড়ি। তার স্যুটের ডিজাইনের প্রস্তাব দিয়েছেন এক ডিজাইনার, যেখানে বুকে থাকবে বিশাল একটি V চিহ্ন।
আপাতত দেশের ভেতরেই নিজের কার্যক্রম চালু রাখলেও আগামীতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভ্যাট আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন, বাংলার নতুন এই ভ্যাটম্যান। উত্তর মেরু থেকে-দক্ষিণ মেরু এমনকি সুদূর সাইবেরিয়ার মেরু ভাল্লুককেও ভ্যাটের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। থাকবে না, পৃথিবীর বুকে ভ্যাটহীন কোনো অঞ্চল থাকবে না—লিখে একটি টুইট করতে দেখা গিয়েছে তাকে।