যেভাবে ফ্লেক্সিলোডের টাকা ফেরত পাবেন

১২৫২২ পঠিত ... ০৫:১২, জুন ১৪, ২০১৮

এক নোয়াখালীর লোক একবার ভুলবশত অন্য এক নাম্বারে টাকা রিচার্জ করে ফেললো। নিজের ভুল বুঝতে পারার পর সে ওই নম্বরে অনেকবার ফোন করলো। ওই নম্বরটি যার ছিল, ভদ্রলোকের বাড়ি বরিশাল! 'মাগনা রিচার্জ' পেলে কে না খুশি হয়, সে লোকটিও মহা খুশি। ভুল করে তার ফোনে যে টাকা পাঠিয়েছে সে-ই ফোন দিচ্ছে তা বুঝতে পেরে বরিশালের লোকটি ফোন ধরলো না। ফোন রিসিভ না হতে দেখে নোয়াখালীর লোক মেসেজ পাঠালো: 'লস্কর-ই-তৈয়বায় আপনাকে স্বাগতম! আপনি আমাদের রিচার্জ গ্রহণ করে আজ থেকে নব্য তালেবানের সদস্য হয়ে গেছেন! জনাব, আপ‌নি খুব সতর্ক থাকবেন। সরকা‌রের বি‌ভিন্ন এজেন্টরা আমাদের উপর কড়া নজর রাখছে। আপনার ফোন খুব সাবধানে ব্যবহার করবেন। অচেনা নম্বরের কারও সাথে কথা বলবেন না। তবে আমার নম্বরটি সেভ করে রাখুন। নারা‌য়ে তাকবির...!'

এবার ঘাবড়ে গিয়ে বরিশালের ব্যক্তি সঙ্গে সঙ্গে ফোন করল নোয়াখালীর লোকটির নম্বরে, ফোন রিসিভ হতেই উত্তেজিত হয়ে বলল, 'মোরে সদস্য বানাইতে তোমারে কইছে কেডা? মোরে বেকুব পাইছো? মুই কি তোমার দারে টাহা চাইছি, না মোর চইদ্দ গুষ্টিতে কেউ তোমগোর সদস্য আছে!' নোয়াখালির লোকটা তখন বলল, 'আপনি যেহেতু না'রাজ, তাহলে রিচার্জ ফিরিয়ে দিন। সদস্যপদ অটোমেটিক বাতিল হয়ে যাবে!'

কল শেষ হবার ৫ মিনিটের মধ্যে নোয়াখালীর লোকটির মোবাই‌লে টাকা ফেরত আস‌লো!

১২৫২২ পঠিত ... ০৫:১২, জুন ১৪, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top