যে শহরে সব মানুষ বাস করে এক বিল্ডিঙে

২২৩ পঠিত ... ১৬:৪১, জুন ২২, ২০২৩

Puro-shohor-ek-dalane

দূরত্বের কারণে বন্ধুদের সাথে সবসময় আড্ডা দেওয়া সম্ভব হয় না বলে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে, যদি সব বন্ধুরা কিংবা প্রিয়জন যদি একই বিল্ডিঙে থাকতে পারতাম! তবে আপনার এই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো যদি আপনি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের হুইটার শহরের বাসিন্দা হতেন। তীব্র ঠাণ্ডার সাথে লড়াই করা এই শহরের প্রায় সব বাসিন্দাই থাকেন ১৪তলাবিশিষ্ট ‘বেগিচ টাওয়ার’নামের একটি দালানে।

আগে এই দালানটি সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হলেও বর্তমান এটি এই শহরের মানুষদের একমাত্র আবাসস্থল। দালানটিতে ১৫০টি দুই এবং তিন রুমের অ্যাপার্টমেন্ট রয়েছে। শুধু তাই নয়, আস্ত একটি পুলিশ স্টেশনের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র, লন্ড্রি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সবকিছুই রয়েছে এখানে এক ছাদের নিচে। প্রার্থনার জন্য দালানের বেজমেন্টে রয়েছে গির্জা এবং বাচ্চাদের জন্য কিছুটা দূরে রয়েছে একটি স্কুল যেটি কিনা আবার এই দালানের সাথে একটি বিশেষ সুড়ঙ্গের মাধ্যমে সংযুক্ত।

মূলত তীব্র শীতে বাইরের কঠিন অবস্থা থেকে বাঁচতেই শহরের বাসিন্দারা সবাই একছাদের নিচের থাকছেন কিনা সেটি সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও, অদ্ভুত এই শহরটি গত কয়েকবছর ধরেই মোটামুটি নেটিজেনদের আগ্রহে পরিণত হয়েছে। গ্রীস্মের সময়টাতে অদ্ভুত এই শহর দেখতে দেশ-বিদেশ থেকে অনেক পর্যটকেরই আগমন ঘটে হুইটারে।

২২৩ পঠিত ... ১৬:৪১, জুন ২২, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top