গণিতের সূত্র ও সমীকরণ ব্যবহার করে আঁকা হলো বাংলাদেশের মানচিত্র

১৪৫১ পঠিত ... ১৯:৩১, মার্চ ২৯, ২০২১

বাংলাদেশের মানচিত্রের সঠিক মাপজোখ করে কতভাবেই তো আঁকার চেষ্টা করি আমরা। মোজাইক-টাইলস থেকে রং-তুলি সকল কিছু দিয়ে দেশের মানচিত্র আঁকার উদাহরণ আমাদের রয়েছে। কিন্তু গণিতের সূত্র ও সমীকরণ দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করার নজির বোধহয় এই প্রথম এবং কাজটি করেছেন ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র তৌহিদুল ইসলাম। 

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তৌহিদুল ইসলাম গত বছরের ডিসেম্বর থেকে শুরু করেন কম্পিউটারের সাহায্যে সূত্রে সূত্রে মানচিত্র আঁকার এই প্রজেক্ট। ১১২ দিনের পরিশ্রমে তিনি পুরো মানচিত্রটি দাঁড় করান এবং স্বাধীনতার ৫০ বছরের শুভেচ্ছা জানাতে মানচিত্রের ওপর বেলুন উড়ে যাওয়ার একটি ছোট্ট এনিমেশনও করেন। মজার ব্যাপার হল, বেলুন ওড়ার এনিমেশনটাও তিনি করেন গণিতের সমীকরণের সাহায্য নিয়ে। পুরো মানচিত্র আঁকতে তিনি প্রায় ৪৫০টি সমীকরণ ব্যবহার করেছেন। 

তৌহিদুল ইসলামের কম্পিউটার সফটওয়্যারে গণিতের সূত্র ও সমীকরণের মিশেলে বাংলাদেশের মানচিত্র তৈরির টাইমল্যাপস ভিডিওটি দেওয়া হল। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর অংশটি পাওয়া যাবে ভিডিওর শেষে। 

১৪৫১ পঠিত ... ১৯:৩১, মার্চ ২৯, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top