বাসায় গ্যাস নাই বউয়ের রূপের আগুনে ডিম সেদ্ধ করে ফ্রিজে স্টক করছি: নাম প্রকাশে অনিচ্ছুক এক ঢাকাবাসী

২০৮ পঠিত ... ১৬:৫২, আগস্ট ৩০, ২০২৩

বাসায়-গ্যাস

ঢাকার অনেক জায়গাতেই ইদানিং চলছে গ্যাসের সংকট এর মাঝে ডিমের উর্ধ্বমুখী দামে মধ্যবিত্তের জীবন একদম নাকানি-চুবানি খেয়ে চলছে। অনেকেই অপেক্ষায় আছেন ডিমের দাম কমলেই, কমদামে ডিম কিনে সেদ্ধ করে স্টক করতে শুরু করবেন। কিন্তু, সমস্যা হচ্ছে ডিম সেদ্ধ করবেন কীভাবে? গ্যাসই তো থাকছে না! এসবের মাঝেই নিজ এলাকায় ডিমের দাম কিছুটা কমায় অভিনব এক উপায়ে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে শুরু করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ঢাকাবাসী। তার পদ্ধতির বিস্তারিত জানতেই আমাদের প্রতিবেদক গিয়েছিলেন ভাইটির কাছে

প্রতিবেদক: ভাই, শুনলাম আপনি আজ থেকেই সেদ্ধ ডিম স্টক করা শুরু করেছেন। কিন্তু আপনাদের এলাকায় তো গ্যাস থাকে না জানি। কীভাবে করছেন এই অসাধ্য সাধন একটু বলবেন কী?

ঢাকাবাসী: আরে ভাই আমার গ্যাসের আগুন দরকার হয় নাকি? আপনাদের ভাবির রূপের যে আগুন সে আগুনেই তো বেশিরভাগ দিন ঘরের রান্নাবান্না হয়ে যায়। ভাবলাম ডিম সেদ্ধ করার কাজটাও রূপের আগুন দিয়েই করে ফেলি। যেই ভাবা সেই কাজ, প্রায় তিন ডজন ডিম ইতিমধ্যেই সেদ্ধ করে ফেলেছি। আশা করছি কালকের মধ্যে পুরো ফ্রিজ ভরিয়ে ফেলবো।

প্রতিবেদক: বাহ! বাহ! দারুণ, এমন যুগান্তকারী সিদ্ধান্তের জন্য তো আপনাকে নোবেল ছুঁড়ে মারা উচিৎ।

ঢাকাবাসী: আমিও তেমনটাই আশা করছি, একটা নোবেল আমি পেতেই পারি।

প্রতিবেদক: ভাবির রূপের আগুনে রান্নাবান্না করলে তো আপনার গ্যাসের লাইনেরও প্রয়োজন নেই।

ঢাকাবাসী: হ্যাঁ সামনের মাসেই কেটে দেব লাইন, অযথা বাড়তি খরচ কেন করব বলুন।

প্রতিবেদক: তবে ভাই সাবধান, ভাবিকে বেশি রাগাবেন না কিন্তু। পরে দেখা যাবে রূপের আগুনের সাথে রাগের আগুন মিশে ডিম পুড়ে সব ছাই হয়ে যাবে।

ঢাকাবাসী: আরে না না, আপনাদের ভাবির কাছে আমি একদম জাতীয় পার্টির মতো, যা বলে তাই শুনি।

২০৮ পঠিত ... ১৬:৫২, আগস্ট ৩০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top