ঢাকা এমন এক শহর, এখানে গাছের ফাঁকে অল্প করে বিল্ডিং চোখে পড়ে

১২২ পঠিত ... ১৬:৫৯, সেপ্টেম্বর ১০, ২০২৩

ঢাকা-এমন

‘ঢাকা শহরের প্রশংসা সচরাচর কেউ করতে চায় না।‘ এমনই এক স্ট্যাটাস দিয়েছিলেন নিজের ফেসবুকে, আমাদের সবার চির-পরিচিত নন্দিতা রায়। তার এমন আফসোসে ভরা স্ট্যাটাস দেখে আমাদের প্রতিবেদক তার এক গোপন সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করে।

 

প্রতিবেদক: কেমন আছেন আপু? আপনিই কি সেই নন্দিতা রায়? যাকে নিয়ে এখন এত আলাপ-আলোচনা হচ্ছে।

নন্দিতা রায়: হ্যাঁ, আমিই সে।

প্রতিবেদক: এই যে মানুষজন বলছে, আপনারা আছেন কিন্তু আপনারা নেই এসব কি সত্যি?

নন্দিতা রায়: সব কথা সত্যি হয় না, সব মানুষ সঠিক হয় না। আমার সময়ের অপচয় করবেন না। এতটুকু সময়ে আমি বাংলাদেশের উন্নয়ন বিষয়ক একটা কলাম লিখে শেষ করে ফেলতে পারতাম।

প্রতিবেদক: মাফ করবেন আপু, আমি আসলে জানতে চাচ্ছিলাম, ঢাকা নিয়ে আপনার এত আফসোস কেন?

নন্দিতা রায়: আফসোস হবে না! এমন ফুলের মতো সুন্দর একটা শহরকে আপনারা কাঁটার মতো পরিচয় দিচ্ছেন। ঢাকার গাছপালা, গাড়ি, সৌন্দর্য এসব নিয়ে আপনাদের কোনো মাথাব্যথাই নাই। আপনারা সুযোগ পেলেই ঢাকার জ্যাম আর দক্ষিণ সিটি কর্পোরেশনের গাছ কাটা নিয়ে লেগে যান।

প্রতিবেদক: কিন্তু, এগুলো তো সত্য কথা। দুইদিন পর পর গাছ কাটা হচ্ছে, জ্যামের জন্য জীবন একদম মাঠে মারা যাচ্ছে, এসবই তো সত্য।

নন্দিতা রায়: একদমই না! আমার সামনে এসব একদম বলতে আসবেন না। ঢাকা শহরে আপনি বিল্ডিং দেখতে পারেন? বাসার বারান্দায় গিয়ে দেখবেন, ঢাকা এমন এক শহর, এখানে গাছের ফাঁকে অল্প করে বিল্ডিং চোখে পড়ে। অথচ অন্যান্য দেশে একটার সাথে আরেকটা বিল্ডিং লেগে থাকে। দুইদিন পর পর গাছ কেটে শহর সাফ করে দেয়া হয়। ঢাকার মতো ভালো শহরে আছেন তো তাই কিছু টের পাচ্ছেন না।

প্রতিবেদক: আপনি কী এ বিষয়ে কোনো কলাম লিখার কথা ভাবছেন?

নন্দিতা রায়: হ্যাঁ, অবশ্যই লিখব। আপনারা বিশ্বের কাছে ঢাকাকে নিচে নামিয়েছেন, আমাদেরই দায়িত্ব ঢাকাকে নিয়ে সব সত্য কলাম লিখে বিশ্বের কাছে উঁচু করার। আমি এখনই লিখতে বসব, আপনি আসতে পারেন।

১২২ পঠিত ... ১৬:৫৯, সেপ্টেম্বর ১০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top