নোবেলজয়ী রবীন্দ্রনাথ এ যুগে বাংলাদেশে জন্মালে তার সাথে যা যা হতো

৭৫৯ পঠিত ... ১৭:৩৩, জানুয়ারি ০২, ২০২৪

412554176_720569453357199_850617562448766164_n

রবীন্দ্রনাথ জন্মেছেন ভারতে। পেয়েছেন নোবেল। ১৯ শতকের এই সাহিত্যিক বাংলা সাহিত্যকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়। গড়েছেন শান্তি নিকেতনের মতো প্রতিষ্ঠান। কিন্তু কী হতো? যদি রবীন্দ্রনাথ এই সময়ে বাংলাদেশে জন্মাতেন? বাংলাদেশ থেকেই পেতেন নোবেল? সেসবই ভেবে দেখার চেষ্টা করেছে eআরকি। 

১#

শুরুতেই রবীন্দ্রনাথকে শান্তিনিকেতন থেকে বের করে দেয়া হতো। পাশাপাশি সুদখোর উপাধীও পেতেন তিনি। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে যে যুবসমাজকে ধ্বংস করছেন, মানুষকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছেন—এমন নানাবিধ গর্বিত তকমাও পেতেন তিনি।

২#

এরপর রবীন্দ্রনাথের নামে একাধিক মামলা হতো। সেইসব মামলায় হাজিরা দেয়ার জন্য নিয়মিত আদালতে হাজির হতেন তিনি। নিয়মিত হাঁটাহাটি করতে হতো। বুড়ো বয়সে স্বাস্থ্য নিয়ে একদমই কোনো চিন্তা থাকত না রবীন্দ্রনাথের।

৩#

লিফট ছাড়াই ৭ তলায় ওঠার গৌরব অর্জন করতে পারতেন তিনি। হাজিরা দিতে গিয়ে দেখতেন, আদালতের লিফট নষ্ট। হেঁটে উপরে ওঠা ছাড়া আর কোনো উপায় থাকতো না তার। বুড়ো বয়সে নিজের অকাত দেখিয়ে দেয়ার সুযোগও পেয়ে যেতেন তিনি।

৪#

শান্তিনিকেতনের কর্মচারীদের বেতন, ইন্টার্নদের চাকরি না দেয়াসহ আরও নানান কারণে রবীন্দ্রনাথের ৬ মাসের জেল হতো। পাশাপাশি জরিমানাও হতো। তবে আশার কথা হলো, ১ মাসের জামিনও পেতেন তিনি। বেঁচে যেতেন হাজতে যাওয়া থেকে।

৫#

নিজের যোগ্যতায় নয়, লবিং করেই নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ—এমন নানান কথা চারদিকে ছড়িয়ে পড়ত। গর্বিত দেশদ্রোহি উপাধীও পেতেন তিনি।

 

৭৫৯ পঠিত ... ১৭:৩৩, জানুয়ারি ০২, ২০২৪

Top