বিখ্যাত গানগুলো যদি বিরিয়ানি পোলাও নিয়ে লেখা হতো 

১৩৭৬ পঠিত ... ১৬:০০, নভেম্বর ০৩, ২০২২

Biriyani-song

বিখ্যাত বাংলা গানগুলো আমরা সবাই গুনগুনিয়ে গাই, তন্ময় হয়ে শুনি। এই গানগুলো আমাদের জীবনেরই অংশ। কিন্তু, যদি গানগুলো লিখতেন কোনো বিরিয়ানি লাভার? তাহলে কী অবস্থা হতো লিরিকগুলোর? চলুন দেখা যাক…

 

# এই বৃষ্টি ভেজা রাতে

বিরিয়ানি নেই বলে

পেট আমার ভরে না…

 

# শোনো গো দখিনো হাওয়া

কাচ্চি খেয়েছি আমি

পেয়েছে মনেতে ক্ষুধা

সব ভুলেছি আমি!

 

# তোমার জন্য নীলচে প্লেটে একটুখানি আলু

বিরিয়ানিতে মাখামাখি লাগে ভালো

সাদা পোলাওয়ে রোস্টের ঝোল মিশিয়ে দিয়ে ভাবি

মোরগ পোলাও আমার লাগে ভালো ।

 

# কাচ্চিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো

এখন আর কেউ আটকাতে পারবে না

সবজির প্লেট এবার তুমি সরিয়ে রাখতে পারো

মাকে বলে দাও আর কিছু তুমি খাচ্ছো না!

 

# ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে

আমি এখন কাচ্চি রাঁধি ঢাকা শহরে  

 

# আমি তোমাকেই বলে দেবো

কী যে দারুণ পোলাওর স্বাদ  

আমি পেয়েছিলাম গতরাতে

আমি তোমাকেই বলে দেবো

রেজালারই গন্ধ

কড়া নেড়েছিলো নাকের দরজায়  

 

# তুমি যদি পোলাওর সাথে রেজালা খাওয়াবো আমি

তুমি যদি বলো কাচ্চিতে আলু বাড়িয়ে দেবো আমি

তুমি আমার শুধু আমার ভালো লাগা সালাদপাতা

 

# আমার সাধ না মিটিলো

আশা না পুরিলো

কাচ্চির প্লেট খালি হয়ে যায় মা

 

# এই প্লেট তোমাকে তোমাকে দিলাম  

তুমি তেহারি দিলে দাও

কাচ্চি দিলেও দাও

মনে রেখো আমিও দিয়েছিলাম

 

# এখন তো সময় বিরিয়ানি খাওয়ার  

সাথে ট্যাশ করে বোরহানি পাওয়ার

তুমি যে একা আমিও যে একা

খাবো এক প্লেটে ও প্রিয়

১৩৭৬ পঠিত ... ১৬:০০, নভেম্বর ০৩, ২০২২

Top