ঘর গোছানোর বিশ্বসেরা তরিকা

৪৮৯ পঠিত ... ১৭:৪৩, সেপ্টেম্বর ০৫, ২০২২

Ghor-guchanor-torika (1)

জেনে নিন কিভাবে ঘর গোছালে আপনার ঘর হয়ে উঠবে আরও আকর্ষণীয়, আরও সুন্দর। ঘর গোছানোর এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনিও হয়ে যেতে পারেন সবচেয়ে পরিপাটি ঘরের অধিকারি।

১# কাপড়চোপড় ভাজ করে আলনায় রেখে চেয়ারের সৌন্দর্য্য নষ্ট করার মতো ভুল একদমই করা যাবে না, কাপড়চোপড় সবসময় চেয়ারে রাখবেন।

২# জুতা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে সুন্দর করে খাটের চিপায় ঢুকিয়ে রাখুন।

৩# কাপড়চোপড় বারান্দায় কিংবা ছাদে শুকাতে দিবেন না, কাপড়চোপড় শুকাতে দিন ট্রেডমিলের উপর।

৪# বিছানার চাদর যথাসম্ভব এলোমেলো করে রাখবেন। বালিশগুলো একটা করে সাজিয়ে না রেখে চারকোনায় চারটা বালিশ রাখুন, চাইলে বালিশের একটা পিরামিড বানিয়েও রাখতে পারেন।

৫# ডায়নিং টেবিলের ছয় কোনায় ছয়টা চেয়ার থাকার কোনো মানে নেই, দুয়েকটা এদিক ওদিক সরায়ে রাখুন।

৬# ড্রেসিং টেবিলের সব প্রসাধনী জিনিসপত্র একপাশে রেখে এটার মধ্যে ল্যাপটপ রেখে ওয়ার্কিং টেবিল হিসেবে ব্যবহার করুন।

৭# জানালায়, দরজায় পর্দা না দিয়ে শুকনো কাপড় দিয়ে রাখুন, দীর্ঘদিন কাপড় কুঁচকাবে না আর পর্দার ঝামেলাও নাই।

৮# চায়ের কাপ, প্লেট, বাটি এগুলা রান্নাঘরে সাজিয়ে না রেখে পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখুন।

৯# বই, খাতা বুকশেলফে না রেখে মাটিতে স্তুপ করে রাখুন।

১০# চেয়ার, টেবিলের ময়লা ঝাড়ার ন্যাকড়া নির্দিষ্ট স্থানে না রেখে সোফায় কিংবা বিছানায় ফেলে রাখুন।

৪৮৯ পঠিত ... ১৭:৪৩, সেপ্টেম্বর ০৫, ২০২২

Top