নিউটনের আপেল যখন তাহসান, জয়া আহসান, মেহজাবিন এবং মারজুক রাসেলের মাথায়

১৫৫৫ পঠিত ... ১৭:৩৯, আগস্ট ১৬, ২০২২

Newtoner-apple

নিউটন সাহেবের মাথায় পড়া সেই আপেল নিয়ে নতুন করে কিছু বলার নাই। আপেল কেন উপরে না গিয়ে নিচে পড়ে, এই ভাবতে ভাবতে তিনি আবিস্কার করে ফেলেন অভিকর্ষ-মহাকর্ষ। সেই আপেল আমাদের দেশীয় সিনেমার তারকাদের মাথায় পড়লে কেমন হতো? দেখা যাক তাহলে! 

 

কাজী মারুফ: (আপেলের দিকে তাকিয়ে) এই *ত্তার বাচ্চা, এই, এই *ত্তার বাচ্চা, তুই আমার মাথায় পড়লি কেন? এই *ত্তার বাচ্চা.. এই...

 

বাপ্পারাজ: না। না। এ আমি বিশ্বাস করি না। এই আপেল আমার না...আমার আপেল আজ অন্য কারও ঘরে...! 

 

চঞ্চল চৌধুরী: মাথার উপরে পড়ে খুব উপকার করলা, তাই ন্যা? তোমার এতো দরদ দেখানো লাগবে না বেঈমানের বেঈমান! 

 

শাকিব খান: হা হা। এটাই সাইন্স, ব্রো! 

 

জসীম: (দৌড়াতে দৌড়াতে) এই আপেল বেচে লটারি কিনে আমি কোটিপতি হব! 

 

শাবানা: এই আপেল বেচে একটা সেলাই মেশিন কিনব। তারপর...

 

ডিপজল: অ্যাই আপেল, অ্যাই। তুই আমার মাথার উপরে পড়ছস? তোর কলিজায় এত সাহস? তোর সানডে মানডে ক্লোজ কইরা দিমু আজকা! পাটক্ষেতে চল!! 

 

অপূর্ব: বাড়ির বড় ছেলের কপাল এরকমই, আপেলও চান্স পেয়ে মাথায় পড়ে রে ভাই! 

 

আনোয়ার হোসেন: আহ! আমার মাথায় আপেল পড়েছে। আমি এখন হার্ট অ্যাটাক করব। 

 

মেহজাবিন: এবার আমি আপেল ফ্লেভারের গ্লিসারিন বানাব! 

 

ইলিয়াস কাঞ্চন: এটা আপেল নাকি সাপের মণি? 



আলমগীর: আসো আপেল বাবা, মায়ের দোয়া নিয়ে কচ করে গিলে ফেলি! 

 

অনন্ত জলিল: হেই আপেল দ্য অ্যাপল, আর ইউ পম গানা? 

 

তাহসান খান: মাথায় আপেল? আই ডোন্ট কেয়ার! 

 

মারজুক রাসেল: আরে মামুর ব্যাটা, আমার মাথায় পড়ে লাভ নাই। আমি অনেক কিছু ছাইড়া আসা লোক! 

 

ফেরদৌস আহমেদ: আপেল মার্কায় ভোট দিন! 

 

জয়া আহসান: মারো! মারো!! এই আপেলটা দিয়ে ছক্কা মারো!!! 

 

পলাশ কাবিলা: (আপেলটা হাতে নিয়ে) তুমি আছো যতদিন, খেয়ে যাব ততদিন! 

 

 

১৫৫৫ পঠিত ... ১৭:৩৯, আগস্ট ১৬, ২০২২

Top