অলস মানুষদের জন্য বিজ্ঞান এখনো যা যা আবিষ্কার করতে পারেনি

৩৩৯৮ পঠিত ... ১৩:৫১, জুন ১৬, ২০২১

বিজ্ঞান এগিয়েছে অনেক দূর। তবুও অলস মানুষদের জন্য এখনো নিয়ে আসতে পারেনি অনেক সুবিধা। বিজ্ঞানের এই উৎকর্ষের যুগেও অলস মানুষদের নড়াচড়া করতে হয়, কিছু কাজ করতে হয়। eআরকি অলস কর্মীদের একটি দল নিজেদের প্রতিদিনের জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে বিজ্ঞানের এমন ৮ টি সীমাবদ্ধতা খুঁজে বের করেছে। 

oloshder-shubidha

১# কাঁটাবিহিন মাছ। মাছ খেতে হলে কাঁটা বেছে খেতে হয়। তাও গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর বিড়ালের পা-টা ধরা। নানা কেলেঙ্কারি। বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে এমনটা একদমই মানা যায় না।

২# সকালে মা এসে ফ্যান বন্ধ করে দিলে আবার উঠে গিয়ে সেই ফ্যান চালাতে হয়! কেন? সুইচ বন্ধ করার পর ফ্যান বন্ধ না হলেই তো হয়!

৩# বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে এখনো কোন স্মার্ট মশারী নাই! ভাবা যায়? ২০২১ সালে এসেও মশারীর ৪ কোনা ধরে ধরে টাঙাতে হচ্ছে।

৪# কোন জামাটা ময়লা হয়েছে সেটা এখনো খুঁজে বের করতে হয়। ওয়াশিং মেশিন নিজেই কি পারে না ময়লা হওয়া জামা খুঁজে বের করে নিজে নিজে ধুয়ে রাখতে?

৫# এখনও নিম্ন চাপের যন্ত্রণায় সকালের ঘুমকে বিসর্জন দিতে হয়। কেন? বিজ্ঞান যদি এতই কাবিল হয় সকালে আরামের ঘুম ভেঙে মূত্র বিসর্জনই বা কেন করতে হবে?

৬# মাংস খাবার পর দাঁতের চিপা থেকে এখনও যুদ্ধ করে মাংস বের করতে হয়। বিজ্ঞান কী করেছে? এখনও একটা স্মার্ট টুথপিক বের করতে পারে নাই!

৭# ডিমভাজি করতে পেঁয়াজ, মরিচ, তেল কত কী জোগাড় করতে হয়। বিজ্ঞান এখনো মুরগির ভেতর থেকে সরাসরি ভাজা ডিম বের হওয়ার প্রযুক্তি বের করতে পারেনি।

৮# মানুষের নখ, চুল বড় হয়। ওইসব কাটতে হয়। কেন?

৩৩৯৮ পঠিত ... ১৩:৫১, জুন ১৬, ২০২১

Top