সিম্পসন থেকে পিংক-ফ্লয়েড: পপ কালচারে স্টিফেন হকিং

৭২১ পঠিত ... ১৮:০৫, মার্চ ১৫, ২০১৮

পৃথিবীর ইতিহাসের সেরা বিজ্ঞানীদের একজন স্টিফেন হকিং-এর কাজ নিয়ে প্রচুর বই লেখা হয়েছে। তার দেয়া থিওরি নিয়ে হয়েছে এবং হয়ে চলছে নানারকম গবেষণা। হকিং-এর জীবনী নিয়েও রচিত হয়েছে অসংখ্য বই। তার রসবোধের কারণে, বিজ্ঞানীমহলেও হকিং যেমন আলোচিত, পপুলার কালচারেও তার প্রভাব ব্যাপক। বই, সিনেমা, টেলেভিশন, সিটকম, কার্টুন এবং গানেও তার সচতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। হকিং মনে করতেন মানুষের মস্তিষ্কই সব, আর মস্তিষ্ককে তিনি একটি কম্পিউটারের সাথে তুলনা করতেন।

২০১৮ সালের ১৪ মার্চ সকালে তার সেই কম্পিউটাররূপী মস্তিষ্ক চিরকালের জন্য শাট ডাউন হয়ে যায়। চলুন, পপুলার কালচারসহ অন্যসব মস্তিষ্কে হকিংয়ের উপস্থিতি এক নজরে দেখে নেয়া যাক!

 

দ্য থিওরি অফ এভ্রিথিং

২০১৪ সালে হকিংয়ের জীবনী নিয়ে তার বিখ্যাত থিওরির নামানুসারে নির্মিত হয়‘ দ্য থিওরি অফ এভ্রিথিং’ মুভিটি। মাত্র ২১ বছর বয়সে আক্রান্ত দুরারোগ্য ব্যধির সাথে যুদ্ধ করতে করতে এই থিওরি আবিষ্কার করেন। ঐ সময়ের ঘটনাগুলোকে এ সিনেমায় চিত্রিত করা হয়েছে। স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করে এডি রেডমেইন ঐ বছরের সেরা অভিনেতার অস্কার জিতে নেন।

স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করে এডি রেডমেইন ঐ বছরের সেরা অভিনেতার অস্কার জিতে নেন

 

হকিং যখন বেনেডিক্ট কামবারব্যাচ

২০০৪ সালে প্রথমবারের মতো স্টিফেন হকিং চরিত্রটিকে সম্পূর্ণ রূপ দেয়া হয় ‘হকিং’ নামের একটি বিবিসি ড্রামাতে। সেখানে হকিং এর চরিত্রে বেনেডিক্ট কামবারব্যাচ অসাধারণ অভিনয় করেন। বেনেডিক্টের সাথে হকিংয়ের একাধিকবার কথা হয় তখন।

কিং এর চরিত্রে বেনেডিক্ট কামবারব্যাচ অসাধারণ অভিনয় করেন

 

দ্য বিগ ব্যাং থিওরিতে হকিং

বহুল জনপ্রিয় সিটকম‘দ্য বিগ ব্যাং থিওরি’ এর একটি পর্বে স্টিফেন হকিং অতিথিশিল্পী হিসেবে উপস্থিত হন। সেখানে তাকে দেখা যায় রসিকতা করে শেলডন কুপারকে একটি গাণিতিক ভুল ধরিয়ে দিচ্ছেন।

 

সিম্পসন-এ হকিং

বিশ্বখ্যাত আমেরিকান এনিমেটেড টিভিসিরিজ ‘সিম্পসন’ এ বেশ কয়েকবার হকিং এসেছেন কার্টুন হয়ে। ১৯৯৯ সালের সিম্পসনের একটি পর্বে তিনি প্রথম উপস্থিত হন।। সিম্পসনে আসার পরেই তার জনপ্রিয়তা সাধারণের মাঝে আরো বেড়ে যেতে থাকে। এই সিরিজে তার কার্টুনের আদলে নির্মিত তার নিজের ডামি তিনি তার অফিসে সাজিয়ে রেখেছিলেন। এমনকি সিম্পসনের নির্মাতার বানানো আরেকটি সিরিজ ‘ফিউচারামা’তেও হকিং এসেছিলেন।

 

স্টার ট্রেকে হকিং
বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী টিভি সিরিজ স্টারট্রেকেও একবার স্টিফেন হকিং-কে দেখা গেছে। ১৯৯৩ সালে প্রচারিত স্টার ট্রেকঃ দ্য নেক্সট জেনারেশন এর একটি পর্বে হকিং ক্যামিও করেন। সেখানে তিনি আইন্সটাইন এবং নিউটনের সাথে বসে পোকার খেলতে খেলতে হাস্যরসে পরিপূর্ণ আড্ডায় রসিকতা করছিলেন।

 

বিজ্ঞাপনে হকিং
শুধু সিনেমা আর টিভি সিরিজই না, ১৯৯৪ সালের শুরুর দিকে ব্রিটিশ টেলিকমের বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল হকিংকে। সেখানে হকিং বলেন ‘মানবজাতির সবচেয়ে বড় অর্জনগুলো অর্জিত হয়েছে কথা বলার মাধ্যমে আর সবথেকে বড় ব্যর্থতাগুলোর পেছনে দায় কথা না বলার।‘

 

পিংক ফ্লয়েডের গানে হকিং
জনপ্রিয় ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েডের একটি গানেও বিজ্ঞাপনে হকিং এর বলা কথাগুলো ব্যবহৃত হয়। কথাগুলো ডেভিড গিলমোরকে এতটাই প্রভাবিত করেছিল যে ঐ বছরই প্রকাশিত ‘ডিভিশন বেল’ এ্যালবামের ‘কিপ টকিং’ গানটিতে হুবুহু হকিং এর যান্ত্রিক স্বরে কথাগুলো শোনা যায়। 

এর দুই দশক পর ২০১৪ সালে প্রকাশিত পিংক ফ্লয়েডের সর্বশেষ এ্যালবাম ‘এন্ডলেস রিভার’ এর একটি গান ‘টকিং হকিং’ এ হকিংয়ের এই বক্তব্য আবার ব্যবহার করেন গিলমোর।

৭২১ পঠিত ... ১৮:০৫, মার্চ ১৫, ২০১৮

Top