পাঠকদের করা কিছু মজার প্রশ্নে মুহম্মদ জাফর ইকবালের মজার উত্তর

১৬৮০ পঠিত ... ১৪:০৯, ডিসেম্বর ২৩, ২০১৭

ড. মুহম্মদ জাফর ইকবাল একজন শিক্ষক মানুষ। পেশার প্রয়োজনেই হোক কিংবা লেখক হবার কারণে পাঠকদের নানারকম জিজ্ঞাসার কারণেই হোক, প্রতিদিন তাঁকে নানা ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্তর্জালের দুনিয়া ঘুরে সেরকম মজার চারটি প্রশ্ন এবং তার বুদ্ধিদীপ্ত উত্তর খুঁজে বের করেছে eআরকি প্রশ্ন গবেষক দল ।

১.
প্রশ্ন: স্যার, ইম্পরট্যান্ট প্রশ্ন- হাসার সময় অনেকের গালে টোল পড়ে। এটা কেন হয়? (মেঘা, তেজগাঁও, ঢাকা)
উত্তর: শুনে তুমি হতাশ হতে পারো, এটা গালের মাংশপেশীর এক ধরনের বিকৃতি। তুমি শুনে অবাক হতে পারো, সার্জনরা অপারেশন করে গালে টোল তৈরি করে দিতে পারেন।

২.
প্রশ্ন: স্যার, বাংলাদেশ এত সুন্দর একটি দেশ। কিন্তু এ দেশের মানুষগুলো এত কুসংস্কারাচ্ছন্ন কেন? (দেবু, ঢাকা)
উত্তর: কোন দেশে কুসংস্কারাচ্ছন্ন মানুষ নেই বলো। আমেরিকার মতো দেশে অনেক মানুষ আছেন যারা বিবর্তন বিশ্বাস করেন না। ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাতে চায়!

৩.
প্রশ্ন: আমি আপনার কিছু লেখা পড়ে খেয়াল করলাম, যখন কোনো চরিত্র ক্ষুধার্ত থাকে তখন সে বলে ‘এত খিদে লেগেছে যে, মনে হচ্ছে একটা আস্ত ঘোড়া খেয়ে ফেলতে পারবো।’ সবসময় কেন ঘোড়ার কথাই বলে? অন্য কোনো প্রাণী কেন নয়? (আসিফ,ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি)
উত্তর: কঠিন প্রশ্ন। আমার মনে হয় ছাগল একটু বেশি ছোট, হাতি একটু বেশি বড়, ঘোড়া মোটামুটি ঠিক সাইজ, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। আর লেখকদের একটু বাড়িয়ে চাড়িয়ে লিখতে হয়, তাই আস্ত ঘোড়া খেয়ে ফেলার ইচ্ছে প্রকাশ করার মাঝে কোনো দোষ নেই। তোমার যখন খুব খিদে লাগে তখন কি তোমার মনে হয়নি যে, তুমি একটা আস্ত ঘোড়া খেয়ে ফেলতে পারবে?

৪.
প্রশ্ন: একটি বিষয় কখনো জানতে পারলাম না। হুমায়ূন আহমেদ স্যার ও আপনি কি বিশ্ববিদ্যালয় ভর্তির সময় পছন্দ করে রসায়ন ও পদার্থ বিজ্ঞান নিয়েছিলেন, নাকি ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুসারে বিষয় দুটি পেয়েছিলেন? (ইসমাইল, বগুড়া)
উত্তর: তখন ভর্তি পরীক্ষা হতো না। আমাদের যার যেটা পড়ার সখ হতো সেটা পড়তাম। আমি পদার্থ বিজ্ঞান আর হুমায়ূন আহমেদ রসায়ন শখ করে পড়েছি।

১৬৮০ পঠিত ... ১৪:০৯, ডিসেম্বর ২৩, ২০১৭

Top