বিশ্ব পরিসংখ্যান দিবসে পরিসংখ্যান নিয়ে কৌতুক, কার্টুন ও উক্তি

২৭১৬ পঠিত ... ১৯:২৫, অক্টোবর ২০, ২০১৮

নিঃসন্দেহে পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্রমাগত নানা ধরনের পরিসংখ্যান আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বুঝতে সাহায্য করে। পরিসংখ্যানের মাধ্যমে স্থানীয়, জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধরণের সমস্যা, সংকটের একটা গুরুত্বপূর্ণ চিত্র আমাদের সামনে প্রকাশিত হয়। যা দিয়ে ভবিষ্যতের ব্যাপারে সতর্ক হয়ে থাকা যায়। প্রাচীন সময়ে পরিসংখ্যান থাকলে হয়ত আমাদের পৃথিবীটাই বদলে যেত অনেকটা।

তবে চমৎকার সব দরকারি পরিসংখ্যানের পাশাপাশি দুনিয়াজুড়েই অদ্ভুত সব পরিসংখ্যানের জন্ম দেয় নানা বিশ্ববিদ্যালয় বা সংস্থা। সে সব নিয়ে হাসাহাসিও কম হয় না। অবশ্য কোন পরিসংখ্যানকেই আমরা ছোট করে দেখছি না। তবে স্ট্যাটিস্টিকস বিষয়টা নিয়েই  সর্বত্র বেশ রসিকতাও হয়। কৌতুক, কার্টুন, গল্প থেকে শুরু করে অনেক জ্ঞানী-গুণী লোকজনও পরিসংখ্যানকে ‘পচিয়ে’ মজার সব কথা বলে গেছেন।

২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস, তবে সেটি ৫ বছর পরপর। ২০১০ সালে শুরু হওয়া পরিসংখ্যান দিবস শুরু হয়েছিল ২০১০ সালে। সেই হিসেবে ২০১৫, '২০ ও '২৫ সালে পরবর্তী পরিসংখ্যান দিবসগুলো পালিত হবে। সে যাই হোক, আজ eআরকির পাঠকদের জন্য থাকছে পরিসংখ্যান নিয়ে মজার কৌতুক, কার্টুন আর উক্তি।

 ১# 

২#

৩# 

বিজ্ঞান অনুষদে একটি ময়লার ঝুড়িতে আগুন ধরল। ফিজিক্স, কেমিস্ট্রি আর পরিসংখ্যানের তিন শিক্ষক দৌড়ে আসলেন আগুন নেভাতে। পদার্থবিদ সাথে সাথেই হিসাব করতে শুরু করলেন, কী পরিমাণ শক্তি সরিয়ে নিলে আগুন নেভানো সম্ভব হবে! কেমিস্ট্রির শিক্ষক খুঁজতে লাগলেন কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করলে ঝুড়ির পদার্থগুলো আর জ্বলবে না।

যখন তারা এসব করছেন, তখন পরিসংখ্যানবিদ অন্যান্য ঝুড়িতে আগুন লাগাতে থাকলেন। বাকি দুজন চমকে জানতে চাইলেন ‘তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি? আরও আগুন দিচ্ছ কেন?’ পরিসংখ্যানের শিক্ষকের সোজাসাপটা উত্তর ‘এই সমস্যার সমাধানে আমাদের অবশ্যই বড় স্যাম্পল নিয়ে কাজ করা উচিত!’

৪# পরিসংখ্যানের 'ব্রাইট সাইড'

মাথা চুল্লিতে আর পা বরফে রেখেও একজন পরিসংখ্যানবিদ বলতে পারেন ‘দুটো তাপমাত্রার গড়ে, আমি ভালো আছি!’

৫#

 

৬# একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান 

জন্মদিন পালনের সাথে বেশিদিন বেঁচে থাকার সম্পর্ক আছে। পরিসংখ্যানে দেখা গেছে, যারা বেশি জন্মদিন পালন করে, তারা অনেকদিন বেঁচে থাকে!

৭# পরিসংখ্যানের 'ব্রাইট সাইড'- ২ 

দুই বাউন্ডুলে লোক একটি বারে বসে মদ খাচ্ছে, আর কে কত গরীব সেটা নিয়ে কথা বলছে।
এক পর্যায়ে একজন বলল, ‘আমি অনেক বেশিই গরীব!’

তখন বারে বিল গেটস প্রবেশ করলেন। তা দেখে অন্যজন আনন্দিত হয়ে বলল, ‘এই বারে যারা আছে, গড়ে তারা সবাই একজন করে বিলিয়নিয়ার! চিয়ার্স!’

#৮ 

২৭১৬ পঠিত ... ১৯:২৫, অক্টোবর ২০, ২০১৮

Top