বরফ পানিতে ভাসে কেন? দেখুন eআরকিকদের দেয়া মজার ২০+টি ভুল উত্তর

২০৫১ পঠিত ... ২০:০১, জুলাই ০২, ২০২০

ফেসবুকের অন্যতম জনপ্রিয় গ্রুপ (জ্বি ভাই ঢোল পিটাইতেছি) eআরকি করি এর মেম্বার আশিক এলাহি 'বরফ পানিতে ভাসে কেন?' জানতে চেয়ে গ্রুপে একটি পোস্ট করেন। তবে শর্ত দিয়েছিলেন, কোন সঠিক উত্তর তিনি গ্রহণ করবেন না। যদিও সঠিক উত্তর জানতে চাইলেও গ্রুপে eআরকিকগণ সঠিক উত্তর দিতেন কিনা সে বিষয়ে যথেস্ট সন্দেহ আছে। সে যাই হোক, বরফ পানিতে ভাসার কারণ হয়তো আপনি জানেন, না জানলেও স্কুল কলেজের ফিজিক্স বা বিজ্ঞান ক্লাসে পড়েছেন শিওর (তাও না জানলে আর্কিমিডিসের সাথে যোগাযোগ করেন)। তবে eআরকিকগণ যে সকল ভুল উত্তর দিয়েছে সেগুলো আপনি জানেন না। এই পোস্ট না পড়লে অদূর ভবিষ্যতে জানার সম্ভাবনাও নাই...

 

১# বরফ ৩ অক্ষরের আর পানি ২ অক্ষরের তাই বরফ পানিতে ভাসে। (কাউসার আলী প্রামাণিক)

২# না ভাসলে ডুইবা মরব, তাই ভাসে। (তানজিনা আক্তার)

৩# কলাগাছও ভাসে, বাট কালো বলে ওরে নিয়া তো কারো গবেষণা নাই। বরফ সাদা বলেই আপনার দরদ জাগছে, না? #stopracism (শব্দহীন)

৪# দেশ যদি উন্নয়নের জোয়ারে ভাসতে পারে, বরফের ভাসতে সমস্যা কোথায়! (এম এ জব্বার প্রামাণিক)

৫# বরফের মাধ্যাকর্ষণ শক্তি মনে হয় উল্টোদিকে, তাই। (সায়েদ মুরসালিন)

৬# বরফ পানির ভিতর নিশ্বাস নিতে পারে না তাই। (আমজাদ হোসেন)

৭# ডুবে গেলে বরফের গ্ল্যামার কমে যাবে, তাই। (সামিউর রহমান)

৮# বরফ নিজেকে টাইটানিকের চেয়ে শক্তিশালী মনে করে, এই জন্য পানিতে ভাসে। (সজল)

৯# এটা পানির চয়েজ, বরফের প্রপোজাল এক্সেপ্ট করে নাই। তাই বেচারা বরফ পানির ফলোয়ার হয়ে উপরেই ভেসে আছে। (নওশীন নাহিন)

১০# বরফ তেলের প্রাণের বন্ধু, তাই জলের সাথে মিশে না। (কমরুল ইশরাত প্রমি)

১১# বরফ বাংলা সিনেমার নায়ক। ওকে সাপে কাটছে, তাই পানিতে ভাসিয়ে দিয়েছে। (মিঠুন ভুইয়া)

১২# বরফের ৯০% হচ্ছে রোজ আর ১০% হচ্ছে জ্যাক। রোজের আধিক্যের কারণে ভাসে। (তৌহিদুল ইসলাম তন্ময়)

১৩# সবদিকে পানি থাকায় নিচে যাওয়ার রাস্তা পায় নাই। (মহিউদ্দিন রায়হান)

১৪# পানি বরফকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছে তাই। এখন আর চাইলেও নিচে নামাতে পারে না। (সুলতানা সুইটি)

১৫# পানিতে হাবুডুবু খেয়ে বরফ মরে যায়, এরপর ভেসে থাকে। (শাহরুখ ইসলাম অনিক)

১৬# বরফের অনেক ego + attitude... তাই সে ডুবে না। (মোহাম্মদ সাইমন)

১৭# ডুবে ডুবে জল আর কত খাবে, তাই ভাসে। (আনিকা ফউজিয়া জুই)

১৮# বরফ বেচারা পানিতে ডুবে গেলে তো নিজেই পানি পানি হয়ে যাবে, তাই মান সম্মান বাঁচাতে ভেসে থাকে। (এলেক্স রাহাত)

১৯# বরফ'স লাইফ বরফ'স রুলজ্জজ্জ। তোমরা মাইনসের প্রাইভেট লাইফে আঙুল ঢুকাও কেন? (প্রিতী নিয়োগি)

২০# গাঁজার নৌকা যদি পানিতে ভাইসা ভাইসা পাহাড়তলী যাইতে পারে তাইলে বরফ ভাসলে কি সমস্যা। (নাদিম দেওয়ান)

২৪# ছয় পেগ হুইস্কি খাইলে আপনিও ভাসবেন। (নূর-ই-হাসানা)

২০৫১ পঠিত ... ২০:০১, জুলাই ০২, ২০২০

Top