গ্যাস না থাকলে যেভাবে রান্না করবেন: ১০টি বিকল্প পদ্ধতি

১৩৪৪ পঠিত ... ১৭:২৯, মার্চ ২৪, ২০২১

গ্যাসের লাইনের জটিলতায় গ্যাস না থাকা ঢাকাজীবনের একটি অন্যতম অনুষঙ্গ। কিন্তু গ্যাস না থাকলে তো আর না খেয়ে থাকা সম্ভব না। বাইরে থেকে অর্ডার করেই বা কয়দিন খাবেন! তাই eআরকি ভেবে বের করেছে গ্যাস ছাড়াই রান্না করার কয়েকটি জ্বলন্ত আইডিয়া। 

agun gas

১# আশেপাশে কোন সদ্য ব্রেকাপ হওয়া কাউকে খুঁজে বের করুন। এরপর তার বুকে জ্বলতে থাকা আগুনের আঁচে করে ফেলুন মজাদার রান্না। 

২# আপনার জামাই কিংবা বউ যদি রূপবান/রূপবতী হয় তাহলে তার রূপের আগুনকে কাজে লাগান।

৩# পরিচিত মহলে আগুন নামের কাউকে বাসায় দাওয়াত দিন। এরপর তার মাথার উপর পাতিল চড়িয়ে দিন।

৪# পাথরে পাথরে ঘষে আগুন উৎপন্ন করার চেষ্টা করুন। একটু সময় সাপেক্ষ হলেও আপনার মাঝে অধ্যবসায় থাকলে সফল হবেন।

৫# বন্ধুদের মাঝে গ্যাস দেয়ায় এক্সপার্ট বন্ধুটিকে এই দুঃসময়ে খুঁজে বের করুন। এরপর যত পারেন গ্যাস দিতে বলুন। 

ruper agun

৬# কথায় আছে, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’। এমন পিরিতের আগুনওয়ালা পাবলিকদের খুঁজে বের করুন। দ্বিগুণ আঁচে রান্না হবে। 

৭# কুটনামি করে পাশের বাসার দুই আন্টির মাঝে ঝগড়ার আগুন লাগিয়ে দিন। পুরো অ্যাপার্টম্যান্ট চিন্তামুক্ত। 

৮# এই কয়েকদিন বেয়ার গ্রিলসকে আপনার জীবনের আদর্শ বানিয়ে নিন। গ্যাস লাগবে না। 

৯#  প্রাক্তনের সব গিফট, চিঠিপত্র এক জায়গায় করে আগুন লাগিয়ে দিন। মনের জ্বালাও মিটবে, পেটেরটাও...

১০# রাইস কুকারে রাইস ছাড়া তরকারিটাও রান্না করে ফেলতে পারেন। ইলেক্ট্রিক কুকার না থাকলে ইলেক্ট্রিক রুটি মেকার দিয়ে তরকারি রান্না করুন। অদ্ভুত ঠেকলেও ক্ষুদার জ্বালার কাছে এইসব কিছুই না। 

বোনাস: আশেপাশে কোথাও কেউ কুশপুত্তলিকা দাহ করছে কি না জেনে নিন। এরপর ওটা নিয়ে পালিয়ে আসুন।

১৩৪৪ পঠিত ... ১৭:২৯, মার্চ ২৪, ২০২১

Top