আশপাশের নানান কিছুকে ১০টি আজাইরা প্রশ্ন করলে যেমন উত্তর পাবেন

২০০৪ পঠিত ... ১৭:০৫, জানুয়ারি ২৬, ২০২১

question answer padma briedge

১#
পদ্মা সেতুকে প্রশ্ন করলাম, 'হে সেতু, তুমি এতগুলা মাথা দিয়া করছোটা কী?'
সেতু বললো, 'মাথা চুলকাইতেছে, কিন্তু কোনটা চুলকাইতেছে বুঝতেছি না।'

২#
মোবাইলের একটা অ্যাপকে প্রশ্ন করলাম, 'হে অ্যাপ, তুমি কি কেবলই প্রোগ্রামিংয়ের কঠিন ভাষায় তৈরি একটা টুল?'
অ্যাপ বললো, 'রাত ৪টা বাজে। চলেন দেশে চলে যাই।'

৩#
উগান্ডাকে প্রশ্ন করলাম, 'আপনার দেশের সরকারি কর্মকর্তারা এমনে হুদাই সরকারি অর্থে বিদেশ সফরে যায় কেন?'
উগান্ডা বললো, 'এই প্রশ্নের উত্তর জানার জন্য ৩০০ জন কর্মকর্তা বিদেশ যাবে। এরপর যোগাযোগ কইরেন।'

৪#
সিএনজিওয়ালাকে প্রশ্ন করলাম, 'ওহে মাননীয় চালক, তুমি কি মিরপুর যাইবা?'
সিএনজিওয়ালা কোনো উত্তর না দিয়ে অন্যদিকে টান দিয়ে চলে গেলো।

৫#
বউকে রাত দুইটায় প্রশ্ন করলাম... থাক কী প্রশ্ন করলাম বলে লাভ নাই।
বউ উত্তর দিলো, 'আজকে মাথাব্যথা!'

৬#
বয়ফ্রেন্ডকে প্রশ্ন করলাম, 'কক্সবাজার মানেই কি বালুময়, লোকারণ্য এই সৈকত? আর কি দেখার মতো কিছুই নেই?'
বয়ফ্রেন্ড বললো, 'চলো সিলিং ফ্যান দেখি।'

৭#
অফিসে যাওয়ার সময় অফিসের গাড়িকে প্রশ্ন করলাম, 'হে গাড়ি, আজ কি অফিস যেতেই হবে?'
গাড়ি বললো, 'হ্যাঁ, নাইলে খাবি কী?'
(মীর রায়হান মাসুদ)

৮#
মেট্রোরেলকে প্রশ্ন করলাম, 'হে স্বপ্নের মেট্রোরেল, পদ্মাসেতু তো কথা কয়। তুমি কও না ক্যান?'

মেট্রোরেল বললো, 'কারণ আমি মেধাবী, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। যার তার সাথে কথা বলি না।'
(জুয়াইরিয়া আ সাফা)

৯#
টয়লেটকে প্রশ্ন করলাম, 'হে টয়লেট, তোমার চেয়ে বেশি শান্তি কি আর কেউ দিতে পারে?'
টয়লেট বললো, 'মোবাইল টেপা বাদ দিয়ে দ্রুত কাজ শেষ কইরা বাইর হ।'

১০#
বাড়িওয়ালাকে প্রশ্ন করলাম, 'হে বাড়িওয়ালা, আপনি ব্যাচেলরদের বাসা ভাড়া দেন না কেন?'
বাড়িওয়ালা বললো, 'ব্যাচেলরদের প্রশ্নেরও উত্তর দেই না। ম্যারিড কাউকে প্রশ্ন করতে বলেন, উত্তর দেবো।'

২০০৪ পঠিত ... ১৭:০৫, জানুয়ারি ২৬, ২০২১

Top