মেয়েরা যে ১০টি উপায়ে বাবা-মাকে বুঝাবেন আপনি বিয়ে করতে চান

৫৩৪২ পঠিত ... ১৯:৩৭, নভেম্বর ২৪, ২০২০

বাবা-মার কাছে একজন সন্তান সবসময়ই শিশু। কিন্তু তাই বলে কি এভাবেই বিয়ের বয়স পার হয়ে যাবে? বিয়ের জন্য পরিবারের নজরে আসতে চাইলে আপনাকে কিছু সাধনা করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আকারে ইঙ্গিতে বাবা-মা'কে বুঝাবেন আপনি শীঘ্রই বিয়ে করতে চান...

১# বেশি বেশি বিবাহ সংক্রান্ত বই পড়ুন। (যেমন, বিবাহ ও নৈতিকতা, সুখী বিবাহিত জীবনের উপায়, বিয়ে ও জীবন ইত্যাদি) খেয়াল রাখবেন তা যেন অবশ্যই আপনার আব্বা কিংবা আম্মার নজরে আসে। মাঝেমাঝে ইচ্ছাকৃতভাবে তাদের সামনে বই ফেলে আসার মতো ভুল করতে পারেন।

২# বান্ধবীর জামাইদের প্রশংসা করুন। তাদের সুখী সংসারের গল্প করুন। কিভাবে বিয়ে করার মাধ্যমে আপনার বান্ধবীদের জীবনে আলো ফিরে এলো তা আলোচনা করতেও ভুলবেন না। আপনার মাকে জানান, বান্ধবীর জামাইরা তাদের শাশুড়িকে কত আদর-যত্ন করে। দ্রুতই সুখবর পাবেন আশা করা যায়।

৩# কদিন পরপর বিবাহিত বান্ধবীদের দাওয়াত দিন। তাদের বাচ্চারা আপনার বাসা জুড়ে খেলা করবে কিছুক্ষণ, কান্নাকাটি করবে, হাসবে। খেয়াল করবেন এই দৃশ্য যেন আপনার আব্বা আম্মা কোনোভাবেই মিস না করে! খুব ভালো হয় বাবা-মায়ের কোলে তাদের তুলে দিলে। পারলে একটা ছবিও তুলে নিন।

৪# বেশি বেশি শাড়ি পড়ুন। শাড়ি পরে বয়স্ক আত্মীয়স্বজনদেরকে সালাম করতে, এবং মিষ্টি করে হাসতে ভুলবেন না। দেখবে তিন দিনের মধ্যেই বিবাহের প্রস্তাব আসা শুরু হবে।

৫# কারণে অকারণে রান্নাবান্না করুন। খেয়াল রাখবেন রান্না যাতে মজার হয়৷ রান্নাও কিন্তু আপনার সংসার জীবনে প্রবেশের বিশেষ যোগ্যতা প্রমাণ করে। মনে রাখবেন, রান্না মজা না হলে কিন্তু বিপরীত কান্ডও ঘটতে পারে! ও হ্যাঁ ফেসবুকেও নিজের রান্না করা মজার মজার খাবারের ছবি আপলোড করতে ভুলবেন না!

৬# কয়েকজন ছেলেবন্ধুকে বখাটে সাজান। এরপর বাসার সামনে তারা আপনাকে উত্যক্ত করছে, বাবা-মাকে একদিন এমন একটা ডেমো দেখান। তারা আপনাকে হুমকি-টুমকি দিয়েছে, এমন গালগপ্পোও দিতে পারেন। তবে বাবা-মা যদি পুলিশে যোগাযোগ করে সেক্ষেত্রে আপনার বন্ধুদের মানসিক প্রস্তুতি রাখতে বলবেন।

৭# রং নাম্বার থেকে বাবা-মায়ের নাম্বারে কল দিয়ে জানাতে পারেন যে আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে। এক্ষেত্রে ঘটকের প্রাইমারি সাহায্যও নেওয়া যেতে পারে।

৮# প্রেমিক না থাকলেও বাবা-মাকে বলুন, আপনি প্রেম করছেন। দেখবেন নগদে যেকোনো ছেলে ধরে বিয়ে করিয়ে দেবে।

৯# অযথাই রাত-বিরাতে সাজগোজ করবেন। গুনগুন করে গান গাইবেন। বাবা-মা বুঝুক, আপনি কিঞ্চিত একাকীত্বে ভুগছেন, হেহে...

১০# সবগুলো পয়েন্ট চেষ্টা করার পরও যদি আপনার ভাগ্য পরিবর্তন না হয়, তবে আপনাকে দুর্ভাগাই বলতে হয়। এই অবস্থায়, আপনি মায়ের পা ধরে সরাসরি বলে দিন যে আপনি বিয়ে করতে চান!

৫৩৪২ পঠিত ... ১৯:৩৭, নভেম্বর ২৪, ২০২০

Top