যে ১০ কারণে কমলা হ্যারিস বাংলাদেশি আন্টিদের চোখে নারী হিসেবে ব্যর্থ

৩১১২ পঠিত ... ১৪:১৫, নভেম্বর ০৯, ২০২০

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। একে তো নারী, তার উপর অর্ধেক ইন্ডিয়ান বাকি অর্ধেক আফ্রিকান-আমেরিকান! কমলা হ্যারিস বড় কঠিন সংগ্রাম পার করে এতদূর এসেছেন, বলার অপেক্ষা রাখে না। তবে তিনি যত যা-ই করুন না কেন, বাংলাদেশি আন্টিদের চোখে তিনি নারী হিসেবে এখনও 'জাতে' উঠতে পারেননি। কেন? eআরকির আন্টি গবেষকরা খুঁজে বের করেছেন ১০টি কারণ।

 

১# ভাইস প্রেসিডেন্ট হলে কী হবে, সে তো সন্ধ্যার আগে বা মাগরিবের আগে বাড়ি ফিরে আসে না।

২# সে তো সৎ মা। নিজের কোন সন্তান নেই। সন্তান ছাড়া কীভাবে সার্থক নারী হবে!

৩# ঢেংঢেং করা মেয়ে। বিয়ে তো করছে বুড়ি হয়ে। ৫০ বছর বয়সে।

৪# মুরুব্বি দেখলে তো বড় করে ঘোমটা টেনে নিচের দিকে তাকিয়ে সালাম দেয় না। কোট, টাই পরে। এগুলা কী ধরনের পোশাক?

৫# চুল দেখছেন? ঘাড় সমান। কোমর পর্যন্ত চুল না হলে সে নারী নাকি! চুলগুলোকে সুন্দর করে বাঁধেও নাই।

৬# সারা জীবন তো পলিটিক্স কোর্ট-কাচারি এইগুলাই করে বেড়াইছে, সেকি শর্ষে ইলিশ রান্না করতে পারে? কাতলা মাছ? শুটকি ভর্তা?

৭# গলা, কান দেখছেন? একদম খালি। নাক-কান-গলায় কিছুই না থাকলে সে আবার কেমুন মেয়ে! অন্তত হাতে একটা চুড়ি তো থাকতে পারতো! ছেহ!

৮# সারাদিন তো থাকে বাইরে বাইরে। স্বামী, সন্তানের সেবা কখন করে!

৯# বিসিএসটা দিলো না। অনন্তপক্ষে প্রাইমারি স্কুলের মাস্টারির জন্য তো পরীক্ষা দিতে পারতো।

১০# ও তো ফর্সাও না। গায়ের রঙ কেমন ময়লা। স্বামী চলে গেলে আরেকটা বিয়ে দিতে খবর হয়ে যাবে।

৩১১২ পঠিত ... ১৪:১৫, নভেম্বর ০৯, ২০২০

Top