যে ১০টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি নিজেই একজন করোনাভাইরাস

১২০৭ পঠিত ... ১৬:১৮, জুলাই ২৯, ২০২০

করোনাভাইরাসের দাপটে সারা বিশ্ব এখন কাঁপছে থরোথরো। এই আপদ দূর করতে চিকিৎসক, বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই। কিন্তু, আপনি নিজেই এই করোনাভাইরাস না তো? নিচের বৈশিষ্ট্যগুলো দেখে ঝটপট মিলিয়ে নিন-

 

১# আপনার মধ্যে মুরব্বি ভাব প্রবল। তরুণ, শিশু এদের আপনার ভালো লাগে না। বৃদ্ধদের সাথেই আপনার জমে ভালো।

২# আপনার বন্ধুরা আপনার থেকে পালিয়ে বেড়ায়, কিন্তু আপনি ঠিকই খুঁজে নেন।

৩# দেশ-বিদেশে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে আপনার ভালো লাগে।

৪# সবসময় ভাইরাল হওয়ার চেষ্টা করেন।

৫# ক্ষণে ক্ষণে আপনি স্বভাব বদলান।

৬# অনেক গবেষণা করেও কেউ আপনাকে বুঝতে পারে না।

৭# আপনাকে নিয়েও অনেকে ফাউ বিজনেস করে যায়।

৮# আপনার সাথে কেউ অল্প একটু সংস্পর্শে আসলেই তাকে আপনি সারাজীবন ভোগান।

৯# সাইজে ছোট হলেও আপনি আসলে ধানি মরিচ!

১০# আপনার হাত থেকে বাঁচার উপায় পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি।

১২০৭ পঠিত ... ১৬:১৮, জুলাই ২৯, ২০২০

Top