লকডাউনের মধ্যে যে ১০টি পদ্ধতিতে বইমেলায় যাবেন

৭৩৯ পঠিত ... ২০:১৬, এপ্রিল ০৪, ২০২১

করোনাভাইরাস মোকাবেলায় এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে অদ্ভূত ব্যাপাত হলো, বইমেলা খোলা আছে এবং লকডাউনের মধ্যে খোলা থাকবে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। গণপরিবহন বন্ধ, জরুরি কাজ ছাড়া বের হওয়া নিষেধ, কিন্তু বইমেলায় যাওয়ার উপায় কী তাইলে? ভাবতে বসেছিল আমাদের বইপ্রেমী আইডিয়াবাজদের দল।

Jevabe Melay jaben

১# জ্বিন-পরী ভাড়া করতে পারেন। যদি তারা সকল ভয়কে জয় করে মর্ত্যলোকে আসতে রাজি হয়...

২# ডোরেমনের 'এনিহোয়ার ডোর' ব্যবহার করতে পারেন। রুম থেকে বের হয়ে ডোরের একপাশ দিয়ে পা দিলে দেখবেন অন্যপাশেই বইমেলা।

৩# মেঘের ভেলাকে কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে আগে সাজেকে গিয়ে সেখান থেকে মেঘের ভেলায় চড়ে বইমেলা এসে নেমে যাবেন।

৪# হাবিব ওয়াহিদের সাথে যোগাযোগ করুন। উনি বলেছিলেন, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। মনে ভেতর ঘুরে আসার এই সুযোগ পেলে উনি কীভাবে যেতেন তা জেনে নিতে পারলেই হয়ে গেল। ঠিক সেভাবেই বইমেলা গিয়ে ঘুরে আসবেন।

৫# হ্যারি পটারের জাদুর ঝাঁড়ু কিংবা অদৃশ্য চাদর জোগাড় করার চেষ্টা করুন। এরপর ইচ্ছা মত বই মেলায় ঘুরুন।

৬# বুকের উপর বড় করে 'জরুরি পাঠক' সাইনবোর্ড লাগিয়ে বের হয়ে পড়ুন। আশা করা যায় জরুরি লেখা দেখলে পুলিশ ধরবে না।

৭# পথে পুলিশ ধরলে বলবেন, 'ত্রাণ দিতে যাচ্ছি।' এরপর বইমেলা থেকে একটা বই কিনে কাউকে ত্রাণ হিসেবে দিয়ে দিতে পারেন।

৮# রাস্তায় পুলিশ ধরলে বলুন 'আমার নাম বইমেলা, আমাকে বন্ধ ঘোষণা করা হয়নি।'

৯# ডেনেরিসের কাছ থেকে একটা ড্রাগন ভাড়া নিতে পারেন কি না চেষ্টা করে দেখুন। এরপর সারা মাস আর কোন চিন্তা নাই।

১০# আগে মঙ্গলে চলে যান। সেখান থেকে আশেপাশে কোন ওয়ার্মহোল পান কি না দেখুন। না পেলে কাউকে জিজ্ঞেস করুন। এরপর ওয়ার্মহোলের একপাশ দিয়ে লাফ দিলেই বইমেলায় এসে বের হতে পারবেন।

৭৩৯ পঠিত ... ২০:১৬, এপ্রিল ০৪, ২০২১

Top