বাজারে এলো 'স্বরাষ্ট্রমন্ত্রী' অ্যান্ড্রয়েড অ্যাপস

৪৭৯৭ পঠিত ... ২২:০৬, জুলাই ১৯, ২০১৬


স্বরাষ্ট্রমন্ত্রীদের বক্তব্য বিবৃতি ও নানা মজাদার ফিচার নিয়ে বাজারে এসেছে একটি এন্টারটেইনমেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপস। এর নাম স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাপস। এর মাধ্যমে ব্যবহারকারী একদিকে যেমন দেশের নানা খুঁটিনাটি বিষয়ে জানতে পারবে তেমনি বিনোদনের মাধ্যমে সময় পার করতে পারবে। চলুন পরচিত হয়ে নেই এই অ্যাপসের নানা ধরনের ফিচারের সঙ্গে! 

home-minister-apps


ব্রেকিং বিবৃতি

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিদিনকার বিনোদনমূলক বক্তব্য ও বিবৃতি সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেজের মাধ্যমে পরিবশেন করা হবে। বিশেষ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তাঁর ছবি, ইমোটিকন ইত্যাদি যুক্ত করা হবে। ব্যবহারকারী চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য-বিবৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। তাৎক্ষনিক দেখতে না পারলে নোটিফিকেশন জমা হবে।

প্রতিদিন একটি করে স্বরাষ্ট্রজোক
অতীতে স্বরাষ্ট্রমন্ত্রীদের জনপ্রিয় সব বাণী থেকে প্রতিদিন একটি করে বাণী নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। অদেখা নোটিফিকেশন আনসিন ফোল্ডারে জমা হবে।

আপনি কতটুকু স্বরাষ্ট্রমন্ত্রী, কতটুকু মানুষ
এটি একটি আইকিউ টেস্ট ফিচার। অ্যাপসের এই ফিচারে ১০টি নৈর্বক্তিক প্রশ্ন থাকবে। এসবের জবাব দিয়ে জানা যাবে আপনার মাঝে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কতটুকু বৈশিষ্ট্য বিদ্যমান এবং আপনি কোন ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী অব দ্য ডে
দেশের রাজনীতি, মিডিয়া, শোবিজ, স্পোর্টস, সাহিত্য, ফেসবুকসহ সবক্ষেত্রে প্রচুর মানুষের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। প্রতিদিন কেউ না কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর মত আচরণ করে বসেন। এই অ্যাপস গ্রাহককে জানাবে 'স্বরাষ্ট্রমন্ত্রী অব দ্য ডে' কে হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রোফাইল
স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যে ক'জন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাদের সচিত্র প্রোফাইল থাকবে অ্যাপসে। সেখান থেকে তাদের সকল তথ্য জানা যাবে।

গেমস
একটা ছোট্ট গেমও থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বিভিন্ন কথা বাবল আকারে বেরিয়ে মাটিতে পড়তে থাকবে। মাটিতে পড়ার আগেই কথাগুলো কেটে টুকরো টুকরো করে ফেলতে হবে। যে যত বেশি কাটতে পারবে, তার স্কোর তত বেশি হবে। অকাট্য কথা মাটিতে পড়ে গেলেই মাইনাস পয়েন্ট। মোট ৫ বার মাটিতে পড়লে গেম ওভার। গেমসে একাধিক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যেকোন একজনকে সিলেক্ট করা যাবে।

কুইজ
স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে প্রতিদিন একটি করে কুইজ থাকবে। অ্যাপসে গিয়ে ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে প্রশ্নের জবাব দিতে হবে। লটারির মাধ্যমে একজন বিজয়ীকে একটি করে স্বরাষ্ট্রমন্ত্রী টিশার্ট উপহার দেয়া হবে। টি-শার্টে বিখ্যাত কোন স্বরাষ্ট্রজোক ও তার ছবির পেইন্টিংস প্রিন্ট করা থাকবে।

অ্যাপসটি এই মুহূর্তে শুধু অ্যানড্রয়েড প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ডেভেলপাররা জানিয়েছেন অচিরেই তারা আইওএস এর জন্য অ্যাপল স্টোরেও অ্যাপটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেবেন।

৪৭৯৭ পঠিত ... ২২:০৬, জুলাই ১৯, ২০১৬

Top