সোনামণিদের সহজ ফুটবল শিক্ষা: জেনে নিন ফুটবলাররা মাঠে কে কোথায় কী করেন

৫১৩ পঠিত ... ১৫:১৬, জুন ২৬, ২০১৮

ফুটবল বিশ্বকাপ এলেই একদল কট্টর এবং উগ্র ফুটবলপন্থী এসে সাধারণ দর্শকদের জন্য নানান রকম বাধা-বিপত্তি সৃষ্টি করেন। কেন চার বছর ক্লাব ফুটবল অনুসরণ না করে বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলছে সবাই, তা নিয়েই তাদের যত ওজর আপত্তি। এ শ্রেণীর মানুষের বাক্যবানে অতিষ্ঠ হয়ে উঠে eআরকির ফুটবল গবেষক দল চেষ্টা করেছে ফুটবলকে সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করার। যাতে করে আপনিও পারেন উগ্র এসব ফুটবলবোদ্ধার সাথে তাল মিলিয়ে চলতে। আর বিশ্বকাপ উপভোগ করতে ফুটবলটা তো জানা দরকার। 

এর আগে প্রকাশিত হয়েছিল ফুটবল মাঠের দরকারি সব নিয়ম-কানুন। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্বে প্রকাশিত হচ্ছে একটি ফুটবল দলে যে সব পজিশনে ফুটবলাররা খেলে থাকেন তার পরিচিত, উদাহারণসহ। গোলকিপার, স্ট্রাইকার, ডিফেন্ডার, মিডফিল্ডার; পজিশন বলতেই কিন্তু শুধু এ সব না। মাঠের নানান প্রান্তে লুকিয়ে আছে আরও সব জটিল সমীকরণ। সে সব জটিল বিষয় শিখে বুঝে হয়ে যান আজকের তারকা।  

#১

#২

#৩

#৪

#৫

#৬

#৭

#৮

৫১৩ পঠিত ... ১৫:১৬, জুন ২৬, ২০১৮

Top