বেঙ্গল টাইগারের পর বেঙ্গল ক্লাসিকাল ফেস্টও কি বিলুপ্ত হবে?

৭৮৪ পঠিত ... ০১:২৭, অক্টোবর ২৫, ২০১৭

এ বছর হচ্ছে না উপমহাদেশে উচ্চাঙ্গ সঙ্গীতের সবচেয়ে বড় উৎসব বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল, এমন কথা শোনা যাচ্ছিল বেশ ক'দিন ধরেই। ইতোমধ্যেই জানা গেছে, ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম নির্ধারিত শিডিউলে ফাঁকা না পাওয়া যাওয়ায় এ বছর বেঙ্গল ক্লাসিকাল ফেস্ট সত্যিই হচ্ছে না। তবে কি আয়োজকরা এই উৎসবের ভেন্যু বাংলাদেশ থেকে চিরতরে সরিয়ে নিয়ে যাবেন? এমন 'ড্রামাটিক' ভাবে চিন্তা করার সময় যদিও এখনও হয় নি, তবুও বেঙ্গল ক্লাসিকাল ফেস্ট বাতিল হওয়ার ব্যাপারটি নিয়ে ভাবতে চেষ্টা করেছে eআরকি! 

৭৮৪ পঠিত ... ০১:২৭, অক্টোবর ২৫, ২০১৭

Top